অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনঃ কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা


কিয়েভে স্থানীয় একজন বাসিন্দা রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এমন একটি জায়গায় গর্তের পাশে দাঁড়িয়ে আছে। ১১ ডিসেম্বর, ২০২৩।
কিয়েভে স্থানীয় একজন বাসিন্দা রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এমন একটি জায়গায় গর্তের পাশে দাঁড়িয়ে আছে। ১১ ডিসেম্বর, ২০২৩।

সোমবার ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সর্বসাম্প্রতিক দফায় কিয়েভে একরাতে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে রাশিয়া-অধিকৃত ক্রাইমিয়া থেকে রাশিয়া ১৮টি ড্রোনও নিক্ষেপ করেছে। তারা জানায়, দক্ষিণ ইউক্রেনের কিছু অংশে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সেই ড্রোনগুলো ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে মঙ্গলবার আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রশাসন ইউক্রেনের জন্য আরও সহায়তা অনুমোদনের জন্য কংগ্রেসের ওপর চাপ দিচ্ছে।

বাইডেন কংগ্রেসের কাছে ইউক্রেন (৬১.৪ বিলিয়ন ডলার), ইসরাইল এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা কার্যক্রমের জন্য যুদ্ধকালীন তহবিল হিসেবে মোট ১১০ বিলিয়ন ডলারের প্যাকেজ চেয়েছেন। কিন্তু বুধবার যুক্তরাষ্ট্রের সেনেটে রিপাবলিকানরা প্রস্তাবটি আটকে দিয়েছে। তাদের বক্তব্য হলো, আগে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।

এদিকে রবিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফ বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে রাশিয়াকে নিঃশেষ করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের শান্তি আলোচনা কিয়েভকেই শুরু করতে হবে।

কূটনীতির মাধ্যমে যুদ্ধবিরতি বা শান্তি আনার সম্ভাবনা কেমন তা জানতে চাওয়া হলে তিনি বলেন, "এর উত্তর জানতে আপনাদের মিঃ জেলেন্সকিকে ফোন করতে হবে কারণ দেড় বছর আগে তিনি [রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির] পুতিনের সাথে কোনোপ্রকার আলোচনা নিষিদ্ধ মর্মে একটি ডিক্রিতে সই করেছিলেন।"

হাঙ্গেরির অবরোধ

এদিকে ইউক্রেনীয় বাহকরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সস্তায় পণ্য আনার এবং স্থানীয় বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদে হাঙ্গেরির ট্রাকাররা সোমবার ইউক্রেনের সাথে হাঙ্গেরির প্রধান সীমান্ত ক্রসিং অবরোধ করার পরিকল্পনা করেছে।

পোলিশ ট্রাকাররা তিনটি সীমান্ত ক্রসিং-এ রাস্তা অবরোধ করায় পোলিশ-ইউক্রেনীয় সীমান্তে মাইলের পর মাইল ধরে পোলিশ ট্রাকের জ্যাম লেগে গেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে ইউক্রজালিজনিতসিয়া রবিবার জানিয়েছে, ইউক্রেনে রেলপথে পোল্যান্ডে বাসের প্রথম ব্যাচ পরিবহন করে পোলিশ ট্রাকারদের অবরোধ এড়াতে পেরেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG