বুধবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া ৪৬টি ড্রোন দিয়ে কয়েক দফায় ইউক্রেনে গত রাতে হামলা চালিয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের প্রতিরক্ষা বাহিনী ৩২টি ড্রোন ধ্বংস করতে পারলেও বাকিগুলির বেশিরভাগ ড্রোনই খেরসন অঞ্চলে ফ্রন্ট লাইন এলাকায় আঘাত হানতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় খেরসনে রুশ গোলাবর্ষণে একটি ট্রেন স্টেশন আক্রান্ত হয় বলে জানান ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো। গোলাবর্ষণে এক পুলিশ কর্মকর্তা নিহত ও চারজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
ক্রাইমিয়ায় রুশ নৌবাহিনীর একটি জাহাজে মঙ্গলবার ইউক্রেনের বিমান হামলার পর সর্বশেষ এ হামলার ঘটনা ঘটে।
ইউক্রেনের এয়ার ফোর্সেস কমান্ডের মুখপাত্র ইউরি ইহনাত ভয়েস অফ আমেরিকাকে বলেন, ইউক্রেনের সামরিক বাহিনীর কাছে জাহাজটির অবস্থান এবং মালামাল সম্পর্কে তথ্য ছিল। তাছাড়া এই অঞ্চলে রাশিয়ার বিমান প্রতিরক্ষা সম্পর্কিত তথ্যও রয়েছে তাদের কাছে।
এই ধরনের একটি জাহাজ ডুবিয়ে দেওয়া সহজ নয় দাবী করে ইহনাত এই হামলাকে "অত্যন্ত কঠিন অপারেশন" বলে অভিহিত করেছেন। তিনি ইউক্রেনের বাহিনীর হামলার পরিমান নির্ভুল আর ভাল হচ্ছে বলে জানিয়ে বলেন, রাশিয়া "ধীরে ধীরে কৃষ্ণ সাগরে নৌবহর এবং প্রভাব হারাচ্ছে।”
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের হামলায় ফেওদোসিয়ার একটি ঘাঁটিতে নোভোচারকাস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ১ জন নিহত ও আরও ২ জন আহত হয়েছেন বলেও টেলিগ্রামে জানিয়েছেন ক্রাইমিয়ার রুশ গভর্নর সের্গেই আকসিয়োনভ।
মিরোস্লাভা গঙ্গাদজে এবং ইহার সিখানেঙ্কা এই প্রতিবেদনে কাজ করেছেন। এপি, এ এফপি এবং রয়টার্স থেকে কিছু তথ্য নেয়া হয়েছে।