অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলি বাহিনীর হাতে পশ্চিম তীরে ৬ জন নিহত


ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে নিহতদের বহন করছে ফিলিস্তিনিরা। ( ২৭ ডিসেম্বর, ২০২৩)
ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে নিহতদের বহন করছে ফিলিস্তিনিরা। ( ২৭ ডিসেম্বর, ২০২৩)

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযানে বুধবার ৬ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, তুলকারেম শহরের কাছে নুর শামস নামক শরণার্থী শিবিরটিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ক্যাম্পটিতে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গেলে একদল লোক তাদের বাহিনীর ওপর বিস্ফোরক নিক্ষেপ করে।

সেসময় একটি বিমান সেই দলটির উদ্দেশ্যে হামলা চালায় বলে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। সৈন্যরা ক্যাম্প নূর শামস এবং হেবরনে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে।

গত ৭ অক্টোবর ইসরাইল হামাসের হামলার জবাবে গাজা ভূখণ্ডে অভিযান শুরু করার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েই চলেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে এই সময়ের মধ্যে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে ৩০০ জনেরও বেশি নিহত হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এসেছে এপি, এ এফপি এবং রয়টার্স থেকে।

XS
SM
MD
LG