অ্যাকসেসিবিলিটি লিংক

অধ্যাপক রেহমান সোবহান: ‘বায়ান্ন বছর ধরে মুক্তির সংগ্রাম চলছে’


রেহমান সোবহান
রেহমান সোবহান

বাংলাদেশের অন্যতম প্রধান চিন্তক, অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে, মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সংগ্রামের কথা বলেছিলেন।

“মুক্তি কথাটির তাৎপর্য ব্যাপক। বায়ান্ন বছর ধরে মুক্তির সংগ্রাম চলছে;” উল্লেখ করেন অধ্যাপক সোবহান।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে, শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রথমা প্রকাশন আয়োজিত, ‘অব্যাহত মুক্তিযুদ্ধ’ শীর্ষক একক বক্তৃতায় এ কথা বলেন অধ্যাপক রেহমান সোবহান।

অধ্যাপক সোবহান আরো বলেন, “স্বাধীনতা অর্থ আমাদের কাছে স্পষ্ট। সেটি ভৌগোলিক ও রাজনৈতিক স্বাধীনতা। অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। মাথাপিছু গড় আয়ে পাকিস্তানকে আমরা ছাড়িয়ে গেছি।”

“শিক্ষা, স্বাস্থ্য; এমন বেশ কিছু মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। তবে, গণতন্ত্র, সুশাসন, সম্পদের সমতা, বৈষম্য, ন্যায়বিচার; এমন বিষয়গুলোতে প্রত্যাশিত অগ্রগতি আসেনি;” উল্লেখ করেন অধ্যাপক রেহমান সোবহান।

উল্লেখ্য, ২৬ বছর বয়সে, তরুণ অর্থনীতিবিদ রেহমান সোবহান পাকিস্তানের দুই অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের কথা তুলে ধরেছিলেন তার গবেষণায়।

পরে, বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের একটি প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছিলো এই অর্থনৈতিক বৈষম্য।

XS
SM
MD
LG