রাশিয়া এবং ইউক্রেন সোমবার মারাত্মক আক্রমণের খবর দিয়েছে। দুই পক্ষই গোলাগুলি ও ড্রোন হামলা চালিয়েছে।
পূর্ব ইউক্রেনে রাশিয়া অধিকৃত ডনেটস্ক অঞ্চলে রুশ নিয়োগকৃত প্রধান বলেছেন, ডনেটস্ক শহরে গোলাবর্ষণে ৪ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।
গভর্নর ওলেহ কিপার বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার ধ্বংসাবশেষ ওডেসাতে আবাসিক ভবনগুলোতে আঘাত হেনেছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লেভিভ অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। সেখানকার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী সোমবার বলেছে, সামগ্রিকভাবে রাশিয়া ৯০টি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ৮৭টি ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি নতুন বছরের এক ভাষণে বলেছিলেন, ২০২৪ সালে রাশিয়া “আমাদের দেশী উৎপাদনের উত্তাপ অনুভব করবে” “অন্তত দশ লাখ” ইউক্রেনীয় ড্রোন উৎপাদন করা হবে।
তিনি ক্রাইমিয়ায় একটি রুশ জাহাজে ইউক্রেনের সাম্প্রতিক হামলার ইঙ্গিত দিয়ে বলেছেন, “কৃষ্ণ সাগরে আমাদের ক্রিয়াকলাপ রাশিয়ার ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ে পরিণত হয়েছে।”
জেলেন্সকি বলেছেন, ইউক্রেন নিশ্চিতভাবে জানে না যে, নতুন বছর কী নিয়ে আসবে, “এটি যাই আনুক না কেন, আমরা আরও শক্তিশালী হবো।”
জাতির উদ্দেশে প্রি-রেকর্ডেড নতুন বছরের ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার “ঐক্যবদ্ধ সমাজের” প্রশংসা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া কখনোই ইউক্রেনের বিরুদ্ধে তাদের যুদ্ধে পিছপা হবে না।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।