অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বলছে, তারা বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে


বেলগোরোডের মেয়র ভ্যালেন্টিন ডেমিডভের অফিশিয়াল টেলিগ্রাম একাউন্টে পোস্ট করা এই হ্যান্ডআউট ছবিটিতে বেলগোরোডে ক্ষেপণাস্ত্র হামলার পরের অবস্থা দেখা যাচ্ছে। ২ জানুয়ারি, ২০২৪।
বেলগোরোডের মেয়র ভ্যালেন্টিন ডেমিডভের অফিশিয়াল টেলিগ্রাম একাউন্টে পোস্ট করা এই হ্যান্ডআউট ছবিটিতে বেলগোরোডে ক্ষেপণাস্ত্র হামলার পরের অবস্থা দেখা যাচ্ছে। ২ জানুয়ারি, ২০২৪।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের ১২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কয়েকদিন আগে ওই এলাকায় ইউক্রেনের হামলায় ২৪ জন নিহত হয়েছিল। এর পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তীব্র আক্রমণের অঙ্গীকার করেন।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার ফলে কিয়েভ ও খারকিভে অন্তত ৫ জন নিহত এবং ১৩০ জনের মতো আহত হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, বিমান ও সমুদ্র থেকে আক্রমণসহ রাশিয়ার বাহিনী ৩৫টি ড্রোন এবং ৯৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সমস্ত ড্রোন এবং ৭২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

বুধবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি বলেন, “ইউক্রেনের ওপর সর্বসাম্প্রতিক হামলার” প্রতিক্রিয়া হিসেবে মিত্রদের উচিত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করা এবং ইউক্রেনের বাহিনীকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা।

মঙ্গলবার রাশিয়ার হামলার মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড আকাশসীমা রক্ষা করতে চারটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান পাঠিয়েছে।

ইউক্রেনকে ব্রিটেনের দেয়া মাইন হান্টিং জাহাজগুলোকে তুর্কি প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরে পৌঁছানোর অনুমতি দেয়া হয়- একথা অস্বীকার করে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কার্যালয় একটি বিবৃতি জারি করে।

গত মাসে ব্রিটেন বলেছে, রাশিয়ার মাইন হামলার হুমকি মোকাবিলায় এবং কৃষ্ণ সাগরের মধ্যে দিয়ে ইউক্রেনের রপ্তানি কার্যক্রম চালানোর জন্য তারা দুটি রয়্যাল নেভি স্যান্ডউন ক্লাস মাইন প্রতিরোধক জাহাজ ইউক্রেনে স্থানান্তর পাঠাচ্ছে।

তুরস্ক এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধজাহাজের জন্য তুর্কি প্রণালী বন্ধ করে রেখেছে এবং “কৃষ্ণ সাগরে উত্তেজনা বৃদ্ধি রোধ করতে এই যুদ্ধ জুড়ে তাদের অটুট সংকল্প এবং নীতিগত অবস্থান বজায় রেখেছে।”

তুরস্ক বলেছে, মিত্রদের বলা হয়েছিল, “যতদিন যুদ্ধ চলতে থাকবে” ততদিন তুর্কি প্রণালী দিয়ে মাইন হান্টিং জাহাজগুলোর চলাচলের অনুমতি দেয়া হবে না।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG