অ্যাকসেসিবিলিটি লিংক

জেলেন্সকিঃ যুদ্ধ সাময়িকভাবে স্থগিত হলে রাশিয়া শক্তি বৃদ্ধির সুযোগ পাবে


এস্তোনিয়ার স্টেনবক হাউসের সামনে প্রেসিডেন্ট জেলেন্সকিকে স্বাগত জানাচ্ছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস। ১১ জানুয়ারি, ২০২৪।
এস্তোনিয়ার স্টেনবক হাউসের সামনে প্রেসিডেন্ট জেলেন্সকিকে স্বাগত জানাচ্ছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস। ১১ জানুয়ারি, ২০২৪।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ স্থগিত হলে লাভবান হবে মস্কো, কারণ তারা অস্ত্রের সরবরাহ বৃদ্ধি করার সুযোগ পাবে এবং “আমাদের গুঁড়িয়ে দেবে।”

এস্তোনিয়া সফরকালে জেলেন্সকি আরও বলেন, “ইউক্রেন ভূখণ্ডের যুদ্ধক্ষেত্রে সাময়িক বিরতি মানে যুদ্ধ স্থগিত হয়ে যাওয়া নয়। এটা যুদ্ধের সমাপ্তি নয়।”

তিনি বলেন, “রুশ ফেডারেশন বা অন্য কারও সঙ্গে রাজনৈতিক আলাপের পথ প্রশস্ত করবে না এই যুদ্ধবিরতি। এই স্থগিতাদেশ শুধুমাত্র রুশ ফেডারেশনকেই লাভবান করবে।”

এক আঞ্চলিক সফরের অংশ হিসেবে এস্তোনিয়া যান জেলেন্সকি। তিনি লিথুয়ানিয়া এবং লাটভিয়া যাবার কথা রয়েছে।

ইউক্রেনের শীর্ষ নেতা বুধবার ভিলিনিয়াসে বলেন, তাঁর দেশের সামরিক বাহিনী বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, রুশ সামরিক বাহিনী অপ্রতিরোধ্য নয়, তবে রাশিয়ার ব্যাপক হারে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি গুলি করে নামাতে কিয়েভ সরকারকে আরও বেশি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর জন্য পশ্চিমা মিত্রদের একান্ত প্রয়োজন।

তবে তিনি স্বীকার করেছেন যে, ইউক্রেনকে সাহায্য করতে পারে এমন দেশগুলিতে রসদ কম।

জেলেন্সকি বলেন, “অস্ত্র-ভাণ্ডার খালি। বিশ্ব প্রতিরক্ষার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।”

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ দুই বছরে পদার্পণ করতে চলেছে। ইউক্রেন বলেছে, ঘরোয়া প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং আরও গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র তৈরি করতে একাধিক বিদেশী সরকারের সঙ্গে যৌথ প্রকল্পে কাজ করার আশা করছে তারা।

এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার ক্যারিস এক বিবৃতিতে বলেন, “ইউক্রেনকে সাহায্য করতে গণতান্ত্রিক দেশগুলি অনেক কিছু করেছে, তবে আমাদের সম্মিলিতভাবে আরও উদ্যোগ নেওয়া দরকার যাতে ইউক্রেন জয়ী হয় এবং আগ্রাসনকারী পরাস্ত হয়।”

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যত দীর্ঘমেয়াদি হচ্ছে, ইউক্রেনে পশ্চিমা সামরিক সরবরাহ ক্রমশ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনকে বাড়তি সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আবেদন কংগ্রেসে আটকে আছে।

XS
SM
MD
LG