অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থার জন্য অর্থায়ন স্থগিত করলো অস্ট্রিয়া


গাজার দক্ষিণাঞ্চলে রাফায় জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-র বিতরণ করা ময়দার ব্যাগ পরিবহনের জন্য ফিলিস্তিনিরা হুইলচেয়ার ব্যবহার করছে। ২৯ জানুয়ারি, ২০২৪।
গাজার দক্ষিণাঞ্চলে রাফায় জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-র বিতরণ করা ময়দার ব্যাগ পরিবহনের জন্য ফিলিস্তিনিরা হুইলচেয়ার ব্যবহার করছে। ২৯ জানুয়ারি, ২০২৪।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় বাস্তুচ্যুত মানুষদের সহায়তার জন্য পুনরায় তহবিল দেবার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানোর একদিন পর সোমবার অস্ট্রিয়া জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থার জন্য অতিরিক্ত তহবিল স্থগিত করেছে। এটি তহবিল স্থগিত করা সর্বসাম্প্রতিক দেশ।

অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ সংস্থা এবং জাতিসংঘকে অক্টোবরে ইসরাইলে হামাসের হামলায় ঐ সংস্থার ১২ জন ত্রাণকর্মীর ভূমিকা পালনের অভিযোগের ‘বিস্তারিত,ত্বরিৎ ও সম্পূর্ণ তদন্ত’ করার আহ্বান জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ-র মোট অর্থায়নের ৬০ শতাংশ প্রদান করে থাকে এমন অন্তত আরও ১০টি দেশ অর্থায়ন স্থগিত করেছে। এসব দেশের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড।

রবিবার নরওয়ের পক্ষ থেকে বলা হয়, তারা এই অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সংস্থাটির জন্য তাদের অর্থায়ন অব্যাহত রাখবে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, "গাজা ও বৃহত্তর অঞ্চলে ব্যাপক সংকটে থাকা লাখ লাখ মানুষের জন্য ইউএনআরডব্লিউএ একটি লাইফলাইন।"

গুতেরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউএনআরডব্লিউএ’র জন্য পর্যাপ্ত তহবিল না পেলে গাজায় অবস্থানরত ২০ লাখের বেশি ফিলিস্তিনির জন্য সহায়তা ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে কমিয়ে আনা হবে।

ফিলিস্তিনিদের জন্য পুনরায় সহায়তা প্রদান শুরু করার আহ্বান জানানোর ইসরাইল তাৎক্ষণিকভাবে গুতেরেসকে তিরস্কার করে। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, গুতেরেস আবারও প্রমাণ করলেন ইসরাইলের নাগরিকদের নিরাপত্তা তার কাছে গুরুত্বপূর্ণ নয়।

ফিলিস্তিনিদের ত্রাণ তহবিল নিয়ে বিতর্ক এমন সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের দুজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, মধ্যস্থতাকারীরা একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছেন বলে জানা গেছে, যার অধীনে দুই মাসের জন্য ইসরাইল-হামাসের লড়াই স্থগিত করা হবে এবং গাজায় হামাসের হাতে আটক অবশিষ্ট ১০০ বা এর বেশি জিম্মিকে মুক্তি দেয়া হবে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG