অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং নিজস্ব জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করবে


২০২০ সালের ২৪ মে হংকংয়ের কজওয়ে বে-তে বেইজিংয়ের জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় দাঙ্গা পুলিশ একজন বিক্ষোভকারীকে আটক করে।
২০২০ সালের ২৪ মে হংকংয়ের কজওয়ে বে-তে বেইজিংয়ের জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় দাঙ্গা পুলিশ একজন বিক্ষোভকারীকে আটক করে।

হংকংয়ের ওপর চীন কঠোর জাতীয় নিরাপত্তা আইন আরোপ করার চার বছর পর অঞ্চলটির নেতা বলেছেন, শহরটির নিজস্ব সংস্করণ পাস করার সময় এসেছে।

মঙ্গলবার প্রধান নির্বাহী জন লি সাংবাদিকদের বলেন, ১৯৯৭ সালে ব্রিটেন শহরটিকে চীনের কাছে হস্তান্তর করার পর থেকে সেখানে মিনি সংবিধান কার্যকর হয়। এই মিনি সংবিধান বা হংকংয়ের মৌলিক আইনের ২৩ অনুচ্ছেদ অনুসারে প্রয়োজনীয় আইন তৈরির জন্য আইনসভা একটি পরামর্শমূলক আলোচনা শুরু করবে।

লি বলেন, নতুন আইনে রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ, গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি, বিদেশি প্রভাব ও হস্তক্ষেপ এবং জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এমন কর্মকাণ্ড পরিচালনার জন্য কম্পিউটার ও ইলেকট্রনিক সিস্টেম ব্যবহারসহ নাশকতাও অন্তর্ভুক্ত থাকবে।

এক বছর আগে হংকংয়ে ব্যাপক গণতন্ত্রপন্থী বিক্ষোভের প্রতিক্রিয়ায় ২০২০ সালে বেইজিং তার নিজস্ব জাতীয় সুরক্ষা আইন আরোপ করেছিল। এই আইনে হংকংয়ে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রীয় ক্ষমতার অন্তর্ঘাত বা বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের দায়ে যে কেউ জড়িত বলে মনে করা হলে তাদের শাস্তির বিধান রাখা হয়েছিল।

আইনটি কার্যকর হওয়ার পর থেকে শত শত গণতন্ত্রপন্থী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে, বিচার করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে। শহরটির একসময়ের প্রাণবন্ত নাগরিক সমাজকে দমন করা হয়েছে।

লি বলেন, হংকং-এর সমাজকে ‘শান্ত ও খুব নিরাপদ’ দেখালেও এর নিরাপত্তার জন্য হুমকি বিদ্যমান রয়েছে। তিনি বলেন, “আমাদের এখনো সম্ভাব্য নাশকতা এবং অন্তর্নিহিত স্রোত যা সমস্যা তৈরি করার চেষ্টা করে তার ওপর নজর রাখতে হবে।” বিশেষত হংকং-এর স্বাধীনতার সমর্থন এবং বিদেশী এজেন্টরা এখনো শহরে সক্রিয় থাকতে পারে।

পরামর্শের সর্বশেষ সময় ২৮ ফেব্রুয়ারি। ২০০৩ সালে একটি জাতীয় নিরাপত্তা আইন পাস করার প্রচেষ্টা ব্যাপক বিক্ষোভের পরে পরিত্যক্ত হয়েছিল। ওই বিক্ষোভে ৫ লাখ নাগরিক অংশ নিয়েছিল।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG