চলতি সপ্তাহের শুরুতে প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরাইল, কাতার ও মিশরীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবের রূপরেখা প্রকাশ করা হয়। হামাস নেতা ইসমাইল হানিয়া এই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কায়রো সফর করবেন বলে আশা করা হয়েছিল।
বুধবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে প্রস্তাবের বিস্তারিত জানতে চাইলে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি বলেন, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো বক্তব্য চূড়ান্ত না।
বৃহস্পতিবার ইসরাইল বলেছে, তাদের সেনারা গাজা ভূখণ্ড জুড়ে হামাস জঙ্গিদের সাথে লড়াই করছে এবং গাজার মধ্য ও উত্তরাঞ্চলে কয়েক ডজন যোদ্ধাকে হত্যা করেছে। তারা আরও জানায় গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে খান ইউনিসে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।
ফিলিস্তিনিদের জন্য সাহায্য
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন, গাজার আনুমানিক ৭৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তারা 'দিন দিন আরও অবনতি' ঘটছে এমন অবস্থার মধ্যে বসবাস করছে ।
পর্যাপ্ত আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবের কথা তুলে ধরে তিনি বলেন, জনস্বাস্থ্য সহায়তার অভাব থাকায় "প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়েছে এবং সংক্রমণ অব্যাহত থাকবে।"
তিনি মানবিক সরবরাহের জন্য মিশর ও ইসরাইল থেকে একাধিক প্রবেশপথের পাশাপাশি বিশেষত গাজার মধ্য এবং উত্তরাঞ্চলে যেখানে ত্রাণকর্মীরা অভাবীদের কাছে পৌঁছাতে অক্ষম সেখানে বেসামরিক মানুষদের আরও বেশি প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
৭ অক্টোবরের সন্ত্রাসী হামলায় ইউএনআরডব্লিউএ'র ১২ জন কর্মী জড়িত থাকতে পারে বলে ইসরাইলের অভিযোগের পর ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থায় প্রধান দাতাদের অর্থায়ন স্থগিত হওয়ার পরিপ্রেক্ষিতে মানবাধিকার মহাসচিব এ মন্তব্য করলেন।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।