অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার নির্বাচনে বিতর্কিত প্রাক্তন জেনেরাল প্রাবোওয়ো সুবিয়ান্তর নিজেকে বিজয়ী বলে দাবি


ইন্দোনেশিয়ার নির্বাচন
ইন্দোনেশিয়ার নির্বাচন

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রাবোওয়ো সুবিয়ান্তো, যার বিরুদ্ধে অতীতে মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত থাকার অভিযোগ ছিল, বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী বলে দাবি করেন। অনানুষ্ঠানিক ভোট গণনার ভিত্তিতে প্রাক্তন জেনারেল সুবিয়ান্তো দাবীটি করেছেন।

মানবাধিকার রেকর্ডের কারণে দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে সুবিয়ান্তোর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ৭২ বছর বয়সী এই প্রার্থী রাজধানী জাকার্তায় একটি স্টেডিয়ামে হাজার হাজার সমর্থককে বলেন,তাঁর কথায়, অনানুষ্ঠানিক ‘দ্রুত গণনা’ অনুযায়ী “এই বিজয় ‘সকল ইন্দোনেশীয়র বিজয়”।

নির্বাচনী কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি এবং বিশ্বের এই তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাবেক দুই প্রাদেশিক কর্মকর্তাও পরাজয় স্বীকার করেননি।

মাত্র ২৫ বছর আগে সমাপ্ত সুহার্তোর স্বৈরশাসনের নৃশংস আমলে সুবিয়ান্তো ছিলেন সেনাবাহিনীর জেনারেল। নির্যাতন ও গুমের সাথে যুক্ত বিশেষ একটি ইউনিটে বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেন।

ইন্দোনেশিয়ার জরিপ সংস্থাগুলোর অনানুষ্ঠানিক হিসেব অনুযায়ী, সুবিয়ান্তোর ভোট ছিল ৫৭ থেকে ৫৯ শতাংশ।

ইন্দোনেশিয়া জুড়ে ভোটকেন্দ্রের একটি নমুনা থেকে প্রকৃত ভোট গণনার ওপর ভিত্তি করে দ্রুত গণনা করা হয়।

সুবিয়ান্তো নিজেকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোকো উইডোডোর উত্তরাধিকারী হিসেবে উপস্থাপন করেছেন। নির্বাচনে উইডোডোর ছেলেকে তিনি তার রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন।

উইডোডোর উত্তরসূরি উত্তরাধিকার সূত্রে প্রভাবশালী প্রবৃদ্ধি এবং উচ্চাভিলাসী অবকাঠামো প্রকল্প রয়েছে এমন একটি অর্থনীতির উত্তরাধিকারী হবেন। প্রকল্পের মধ্যে ঘিঞ্জি জাকার্তা থেকে সীমান্ত দ্বীপ বোর্নিওতে রাজধানী স্থানান্তর অন্তর্ভুক্ত। এর ব্যয় ৩ হাজার কোটি ডলারের বেশি।

এই নির্বাচন যুক্তরাষ্ট্র এবং চীনের জন্য গুরুত্ব বহন করে। কারণ ইন্দোনেশিয়ার একটি বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে, রয়েছে নিকেল ও পাম তেলের মতো প্রাকৃতিক সম্পদ এবং দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশীদের সাথে কূটনৈতিক প্রভাবও রয়েছে।

XS
SM
MD
LG