জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন, এ সপ্তাহে আলজেরিয়ার পক্ষ থেকে গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হতে পারে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দেবে।
লিন্ডা টমাস-গ্রিনফিল্ড শনিবার এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র কয়েকমাস ধরে গাজার সংঘাতের একটি “টেকসই সমাধান” নিয়ে কাজ করছে, “যার মাধ্যমে গাজায় অন্তত ছয় সপ্তাহের তাৎক্ষণিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠিত হবে। এই সময়টা কাজে লাগিয়ে আমরা আরও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে পারব।”
তিনি বলছেন, যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, সেটাতে ইসরাইল, মিশর ও অন্যান্যরা অবদান রেখেছেন এবং এটি “সব জিম্মিদের তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের ও যুদ্ধে দীর্ঘস্থায়ী বিরতি এনে দেওয়ার সবচেয়ে ভালো বিকল্প। এতে আরও বেশি পরিমাণে জীবনরক্ষাকারী খাদ্য, পানি, জ্বালানি, ওষুধ ও অন্যান্য নিত্যপণ্য ফিলিস্তিনি বেসামরিক মানুষের হাতে পৌঁছানো যাবে, যা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”
তিনি বলেন, আলজেরীয় পরিকল্পনায় একই ফল পাওয়া যাবে না এবং “তারা এর বিরোধিতা করতে পারেন।” টমাস-গ্রিনফিল্ড বলেন, আলজেরীয় পরিকল্পনা নিয়ে ভোটের আয়োজন করলে “এটা গৃহীত হবে না”।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইলের পালটা হামলায় ২৮ হাজার ৯৮৫ ফিলিস্তিনি নিহত ও ৬৮ হাজার ৮৮৩ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় অন্তত ১২৭ জন ফিলিস্তিনি নিহত ও আরও ২০৫ জন আহত হয়েছেন। হতাহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু।