শুক্রবার ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তারা অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ড্রোন হামলা চালিয়ে ইসলামিক জিহাদ গ্রুপের সন্দেহভাজন একজন জঙ্গিকে হত্যা করেছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়াসির হানুন গুলি চালানোর জন্য যাচ্ছিলেন। তারা বিস্তারিত আর কিছু জানায়নি। এর আগেও ইসলামিক জিহাদের গোলাগুলিতে হানুন জড়িত ছিলেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
ইসরাইল বলছে, গাজায় সাময়িকভাবে যুদ্ধ বন্ধ করতে এবং জঙ্গিদের হাতে আটক ১০০ বা তার বেশি জিম্মির মুক্তি নিশ্চিত করতে হামাসের সাথে সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছানোর নতুন প্রচেষ্টা চলছে।
এসব প্রচেষ্টার মধ্যে রয়েছে প্যারিসে যুদ্ধবিরতি আলোচনায় শুক্রবার আলোচকদের পাঠানো। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এই দলের নেতৃত্ব দেবেন।
এর আগে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত ব্রেট ম্যাকগার্ককে বলেন, সরকার “আমাদের আলোচকদের দেয়া কর্তৃত্ব বাড়াবে।”
রাফায় পূর্ণ মাত্রায় স্থল হামলা চালানোর পাশাপাশি ইসরাইল কয়েকদিন ধরে রাফায় বিমান হামলা শুরু করেছে। এই অঞ্চলে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
ইউ এন রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন বুধবার বলেছে, “রাফায় বিমান হামলা বেড়ে যাওয়ায় ওই এলাকায় মানবিক তৎপরতা আরও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।”
বৃহস্পতিবার গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে গাজা ভূখণ্ডজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছে। এই পর্যন্ত গাজায় ইসরাইলের প্রতি আক্রমণে প্রায় ২৯,৪১০ জন মানুষ নিহত হয়েছে।
বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী গাজা সিটির উত্তরাঞ্চলীয় জেইতুন এলাকায় এবং গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামলা চালিয়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।