ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার একটি ড্রোন শুক্রবার রাতে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসার একটি আবাসিক ভবনে আঘাত হানলে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সামরিক বাহিনী জানিয়েছে, ওডেসার আকাশে যে পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, তার মধ্যে এটিও একটি।
শনিবার, রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে পশ্চিমা বিশ্বের নেতারা যখন ইউক্রেনের রাজধানী কিয়েভে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখনই হামলার এই সর্বসাম্প্রতিক ঘটনাটি ঘটল।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা, ইতালির প্রধানমন্ত্রী গিরোগিয়া মেলোনি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, রাতে ট্রেনে করে কিয়েভে গিয়েছেন।
আত্মরক্ষার্থে, ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের কাছে সামরিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার ইউক্রেন সফর করছেন। তিনি প্রতিনিধি পরিষদের সদস্যদের “সঠিক কাজটি” করার এবং ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বিল পাস করার আহ্বান জানিয়েছেন।
তিনি সহ আরও চারজন ডেমোক্র্যাট সিনেটর, শুক্রবার পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে জেলেন্সকির সঙ্গে বৈঠক করেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিনেট ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অন্তর্ভুক্ত আছে এমন একটি বিল পাস করেছে। কিন্তু প্রতিনিধি পরিষদের রিপাবলকিান দলীয় স্পিকার মাইক জনসন এই প্রস্তাবটি ভোটের জন্য প্রতিনিধি পরিষদের সামনে উত্থাপন করেননি।
এদিকে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, আগামী বছর ইউক্রেনের গোলাবারুদের বৃদ্ধিতে তারা ৩১ কোটি ১০ লাখ ডলার সহায়তা দিবে ।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস এক বিবৃতিতে বলেন, “আন্তর্জাতিক সমর্থন ছাড়া এই যুদ্ধে ইউক্রেনের জয় সম্ভব না। তাই ইউক্রেনের বিজয় যাতে নিশ্চিত হয় সে জন্য যা করা দরকার আমরা তাই করছি।”
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, বাইরে থেকে যে কোন আক্রমণ প্রতিরোধ করতে ইউরোপকে তার প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াতেই হবে।
এর আগে যুক্তরাষ্ট্র সরকার রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর উপর শুক্রবার নতুন করে পাঁচ শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করে।যুদ্ধ শুরুর পর এটাই এই পর্যন্ত এককালীন সর্বোচ্চ নিষেধাজ্ঞা।
ইউক্রেন আক্রমণের দ্বিতীয় বার্ষিকী এবং আর্কটিক কারাগারে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
ভয়েস অব আমেরিকার পররাষ্ট্র বিভাগের ব্যুরো চিফ নাইকি চিং এই প্রতিবেদনটি করেছেন। এপি, এএফপি এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের কিছু তথ্য পাওয়া গেছে।