অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের সেনাবাহিনী রাফায় আক্রমণের পরিকল্পনা পেশ করেছে


গাজা ভূখণ্ডে ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ইসরাইলি সেনা তৎপরতা চালাচ্ছে।
গাজা ভূখণ্ডে ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ইসরাইলি সেনা তৎপরতা চালাচ্ছে।

সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইসরাইলের সেনাবাহিনী “গাজা ভূখণ্ডে যুদ্ধক্ষেত্র থেকে জনগণকে সরিয়ে নেয়ার এবং আসন্ন আক্রমণ পরিকল্পনা ওয়ার কেবিনেটের কাছে উপস্থাপন করেছে।”

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল আগ্রাসনের পরিকল্পনা এগিয়ে নিতে নেতানিয়াহুর প্রতিশ্রুতির পর এই বিবৃতি দেয়া হলো। যুদ্ধ থেকে বাঁচতে গাজার প্রায় অর্ধেক জনসংখ্যা রাফায় আশ্রয় নিয়েছে।

সোমবারের বিবৃতিতে ফিলিস্তিনিরা কোথায় যেতে পারবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জাতিসংঘ গাজায় বেসামরিক জনগণকে সরিয়ে নেয়ার যেকোনো পরিকল্পনা এবং মানবিক সহায়তার প্রয়োজন এমন মানুষদের ওপর আক্রমণ চালানোর ইসরাইলি পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।

সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় মানবিক সহায়তা “একেবারে অপর্যাপ্ত” রয়ে গেছে এবং রাফায় একটি ইসরাইলের আক্রমণ এই প্রচেষ্টাগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে গাজা সিটির পূর্বে জেইতোন এলাকা এবং গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে সোমবার কয়েক ডজন জঙ্গি নিহত হওয়ার খবর দিয়েছে ইসরাইল।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

সোমবার ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের গভীরে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বালবেক শহরের কাছে এ হামলা চালানো হয়।

ইসরাইল ও হিজবুল্লাহ পুরো যুদ্ধ জুড়ে তাদের সীমান্তে গুলি বিনিময় করেছে। এর ফলে ব্যাপক সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG