অ্যাকসেসিবিলিটি লিংক

হাংগেরি নেটোতে সুইডেনের যোগদান অনুমোদন করেছে


হাংগেরির প্রধানমন্ত্রী ভিকটর ওর্বান সংসদে বক্তব্য রাখছেন। বুদাপেস্ট, ২৬ ফেব্রুয়ারি ২০২৪।
হাংগেরির প্রধানমন্ত্রী ভিকটর ওর্বান সংসদে বক্তব্য রাখছেন। বুদাপেস্ট, ২৬ ফেব্রুয়ারি ২০২৪।

সুইডেন নেটো জোটে যোগদানের যে আবেদন করেছে, হাংগেরির আইনপ্রণেতারা তার প্রতি সম্মতি দিয়েছেন। সুইডেন নেটো জোটের ৩২তম সদস্য হবে। রাশিয়া ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় সুইডেন ২০২২ সালে ঐ আবেদন জানায়।

একই সময় ফিনল্যান্ডও নেটোতে যোগদানের জন্য আবেদন করে গত বছর সদস্য হয়েছে।

নেটো জোটে নতুন কোনো সদস্য যোগদানের জন্য বর্তমান সব সদস্যের অনুমোদন প্রয়োজন হয়। জোটের একমাত্র দেশ হাংগেরি যারা সুইডেনের যোগদানের আবেদন অনুমোদন করা বাকি।

হাংগেরির ডানপন্থী জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিকটর ওর্বান রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছেন। তিনি বলেছেন, হাংগেরির গণতন্ত্র নিয়ে সুইডিশ রাজনীতিকদের সমালোচনা দুই দেশের মধ্যে তিক্ততা তৈরি করেছে। ফলে তার দলের সাংসদরা নেটোতে সুইডেনের যোগদান অনুমোদন করতে অনিচ্ছুক ছিল।

XS
SM
MD
LG