যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারিতে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডলান্ড ট্রাম্প জয়ী হয়েছেন।
অনেকেই আশা করেছিলেন তারা জয়ী হবেন। তবে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মত ২০২৪ সালে আবার দুইজন মুখোমুখি হবার আগে এই জয়ের ব্যবধানকে দুই প্রার্থীর প্রতি সমর্থনের পরিমাপক হিসেবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
বুধবার সকালে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রাইমারিতে প্রায় সব ভোট গণনা শেষে বাইডেন ৮১ শতাংশ ভোট পান। অন্যদিক ১৩ শতাংশ ভোটার ‘প্রতিশ্রুতিবিহীন’ ভোট দেন ।
মিশিগানে বিপুল সংখ্যক আরব আমেরিকান রয়েছে। হামাস জঙ্গিদের বিরুদ্ধে গাজায় ইসরাইলের যুদ্ধে বাইডেনের সমর্থনের বিরোধিতা করে কিছু ডেমোক্র্যাট ভোটারদের বাইডেনকে ভোট দেয়ার পরিবর্তে ‘প্রতিশ্রুতিবিহীন’ ভোট দেবার আহ্বান জানিয়েছিলেন।
‘প্রতিশ্রুতিবিহীন’ ব্যালটের সমর্থকরা বলেছিলেন, তারা এই জাতীয় ১০ হাজার ভোট পড়বে বলে আশা করছেন। কার্যত ১ লাখের বেশি এ জাতীয় ভোট পড়েছে।
রিপাবলিকান দলের প্রাইমারিতে ট্রাম্প পেয়েছেন ৬৮ শতাংশ ভোট। অন্যদিকে সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি প্রায় ২৭ শতাংশ ভোট পেয়েছেন।
রাজনৈতিক যুদ্ধক্ষেত্র এ রাজ্যে ২০১৬ সালের জাতীয় নির্বাচনে ট্রাম্প জয়ী হয়েছিলেন। তবে ২০২০ সালে বাইডেন এ রাজ্যে তাকে পরাজিত করেন।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।