অ্যাকসেসিবিলিটি লিংক

ড্রোন বিধ্বস্ত হয়ে ওডেসায় নিহত ২, আহত ৮


ইউক্রেনীয় পুলিশের প্রেস অফিস প্রদত্ত এই ছবিতে দেখা যাচ্ছে , রাশিয়ার হামলার পরে ইউক্রেনের ওডেসায় জরুরি উদ্ধার কর্মীরা একটি আবাসিক এলাকায় ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনে কাজ করছেন।(২ মার্চ, ২০২৪)
ইউক্রেনীয় পুলিশের প্রেস অফিস প্রদত্ত এই ছবিতে দেখা যাচ্ছে , রাশিয়ার হামলার পরে ইউক্রেনের ওডেসায় জরুরি উদ্ধার কর্মীরা একটি আবাসিক এলাকায় ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনে কাজ করছেন।(২ মার্চ, ২০২৪)

শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চল, বন্দর নগরী ওডেসার একটি অ্যাপার্টমেন্ট চত্বরে রাশিয়ার একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ২ জন নিহত ও ৮ জন আহত হয়। ওডেসার কর্মকর্তারা আরও জানান ভবনের ধ্বংসস্তূপ থেকে ১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ১৮টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হবার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে জানিয়েছেন।

জেলেন্সকি শুক্রবার ঘোষণা করেন যে তিনি এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট একটি সুরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তিটি এই বছর কিয়েভকে ২২০ কোটি ডলার সামরিক সহায়তা দেবে। খারকিভে, দুই নেতার বৈঠক ও আলোচনার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিস্তারিত প্রকাশ করেন। খারকিভ হচ্ছে উইক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রায়ই রুশ হামলার শিকারে পরিণত হয়।

প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে চুক্তির একটি অনুলিপি পোস্ট করে জেলেন্সকি বলেন, “চুক্তির নথিতে চলতি বছর ২০০ কোটি ইউরোর সামরিক সহায়তার সাথে, নেদারল্যান্ডসের কাছ থেকে আগামী ১০ বছর আরও প্রতিরক্ষা সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।”

গত মাসে যদিও ইউক্রেন বার বার সতর্ক করে দিয়ে বলেছিল যে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুত ১০ লক্ষ আর্টিলারি শেল না পাওয়ায় তাদের প্রতিরক্ষা ধরে রাখার লড়াইয়ে লেগে থাকতে হয়েছে। লড়াইয়ের সাজসরঞ্জাম জোগাড় করতে না পারায় পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় দেশটি। এটি ছিল রাশিয়ার জন্য এক বছরের মধ্যে ভূমি দখলে প্রথম ও প্রধান সাফল্য।

এদিকে, বৃহস্পতিবার জাতিসংঘের সমন্বয়ক ডেনিস ব্রাউন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইউক্রেনে দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছেন।

মার্গারেট বেশির এই প্রতিবেদনটি তৈরি করেছেন। রয়টার্স ও এএফপি থেকে কিছু তথ্য নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG