ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার রাত্রিকালীন ভিডিও বক্তব্যে শনিবার ইউক্রেনকে অস্ত্র দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের প্রতি অনুরোধ জানিয়েছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বিলম্ব হলে আরও ইউক্রেনীয়দের জীবন বিপন্ন হবে।
“যখন প্রাণহানি হচ্ছে, (আমাদের) অংশীদাররা অভ্যন্তরীণ রাজনৈতিক খেলায় বা মতভেদ নিরসনে ব্যস্ত আছেন, যা আমাদের প্রতিরক্ষা সীমিত করছে। এটা (এর পেছনে যুক্তি) অনুধাবন করা অসম্ভব। এটা অগ্রহণযোগ্য। এবং এটা ভুলে যাওয়া অসম্ভব হবে—সারা বিশ্ব এটা মনে রাখবে”, বলেন তিনি।
শনিবার দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী ওডেসার এক অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ড্রোন হামলায় এক শিশু, এক নারী ও তার নবজাতক সন্তানসহ অন্তত সাত ব্যক্তি নিহত হওয়ার পর জেলেন্সকি ইউক্রেনের মিত্রদের প্রতি এই আহ্বান জানান। হামলা ও হতাহতের বিষয়ে তথ্য দিয়েছে ওডেসার প্রাদেশিক কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রী ইহর ক্লিমেনকো তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে জানান, “ওডেসার উদ্ধারকর্মীরা এক মা ও তার তিন মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছেন।”
অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ভেঙে পড়া পাথরের নিচে আটকে পড়া মানুষদের খোঁজ করছে বলে জানান ওডেসার প্রাদেশিক গভর্নর ওলেহ কাইপার।
ওয়াশিংটনে কর্মকর্তারা ইউক্রেনে অস্ত্র-গোলাবারুদের স্বল্পতা ও যুক্তরাষ্ট্রের সরবরাহ করা রসদের চালান কমে যাওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। এপি জানিয়েছে, সর্বশেষ দুই মাসের বেশি আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক উপকরণ পাঠিয়েছিল।
গত মাসে ইউক্রেন সতর্ক করেছে, তাদেরকে ইউরোপীয় ইউনিয়ন ১০ লাখ কামানের গোলা সরবরাহ করার প্রতিশ্রুতি দিলেও এক তৃতীয়াংশেরও কম গোলা পেয়েছে তারা। যার ফলে (রাশিয়ার বিরুদ্ধে) প্রতিরক্ষায় হিমশিম খাচ্ছে ইউক্রেন।
প্রয়োজনীয় গোলাবারুদের অভাবে ইউক্রেন ফেব্রুয়ারিতে পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে সরে আসতে বাধ্য হয়। যার ফলে এক বছরেরও বেশি সময় পর মস্কো বড় আকারে ইউক্রেনীয় ভূখণ্ড দখল করতে সক্ষম হয়।
এই প্রতিবেদনের কিছু অংশ রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।