অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা ইসরাইলঃ কামালা হ্যারিসের সাথে ইসরাইলের বেনি গ্যান্টজের বৈঠকে জিম্মি মুক্তি আর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সোমবার ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজের সাথে ওয়াইট হাউসে বৈঠক করেছেন বলে যুক্তরাষ্ট্র প্রশাসন থেকে জানানো হয়েছে।

“ভাইস প্রেসিডেন্ট জিম্মিদের নিয়ে চুক্তির উপর জোর দেন, এবং “আলোচনায় ইসরাইলের গঠনমূলক” ভুমিকাকে স্বাগত জানান,” ওয়াইট হাউস থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়।

কামালা হ্যারিস প্রস্তাবিত চুক্তিকে মেনে নেয়ার জন্য হামাসের প্রতি আহবান জানান, যার মাধ্যমে জিম্মিদের মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহ যুদ্ধবিরতি এবং সারা গাজায় মানবিক সহায়তা ছড়িয়ে দেয়া সম্ভব হবে।

“ভাইস প্রেসিডেন্ট এবং বেনি গ্যান্টজ রাফায় কোন সামরিক অভিযান নিয়ে ভাবার আগে সেখানে একটি গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত মানবিক পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করেন,” বিবৃতিতে বলা হয়।

ওয়াইট হাউস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট গাজার মানবিক পরিস্থিতি নিয়ে এবং উত্তর গাজায় একটি ত্রাণ বিতরন কনভয় ঘিরে মর্মান্তিক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

“গাজায় মানবিক সাহায্যর সরবরাহ বাড়ানোর জন্য এবং তার নিরাপদ বিতরন নিশ্চিত করার জন্য ইসরাইলকে অতিরিক্ত পদক্ষেপ নেয়ার ভাইস প্রেসিডেন্ট আহবান জানান।

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ।
ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ।

“বৈঠকে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস পুনরায় গত বছর ৭ অক্টোবর হামাসের “নৃশংস হামলার” এবং আমেরিকান নাগরিকসহ জিম্মি নেয়ার নিন্দা করেন। তিনি হামাসের চলমান সন্ত্রাসী হুমকির মুখে ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনরায় ব্যক্ত করেন,” ওয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়।

'অবিলম্বে যুদ্ধবিরতির' আহবান

বৈঠকে যাবার পথে হ্যারিস সংবাদদাতাদের বলেন, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য আরও ত্রাণ কিভাবে গাজায় পাঠানো যায়, তা নিয়ে গ্যান্টজের সাথে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতির মুল দিকগুলোতে ইসরাইল সম্মতি দিয়েছে। তবে খুঁটি-নাটি বিষয়গুলো কায়রোতে হামাসের সাথে আলোচনায় এখনো ঠিক করা হয় নি।

“আমাদের সবার বোঝা দরকার যে, আমরা এমন সময়ে এসেছি, যখন জিম্মিদের বিষয়ে একটা চুক্তি আসলেই করা যেতে পারে,” ভাইস প্রেসিডেন্ট বলেন। “আমরা সবাই চাই এই সংঘাত যত শীঘ্রই সম্ভব শেষ হোক, এবং কীভাবে সেটা হবে তা গুরুত্বপূর্ণ।”

রবিবারে হ্যারিস “অবিলম্বে যুদ্ধবিরতির” আহবান জানান, কিন্তু সেটা লড়াই ছয় সপ্তাহের জন্য থামানোর প্রস্তাবের দিকেই ইঙ্গিত করেছিল।

তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের মতামতও এক। “প্রেসিডেন্ট এবং আমি শুরু থেকেই একমত।”

ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ করতে ওয়াইট হাউসের সামনে বিক্ষোভ। ফটোঃ ৪ মার্চ, ২০২৪।
ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ করতে ওয়াইট হাউসের সামনে বিক্ষোভ। ফটোঃ ৪ মার্চ, ২০২৪।

রাফা নিয়ে উদ্বেগ

ওয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, বৈঠকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি, সাময়িক যুদ্ধবিরতি নিশ্চিত করা, জিম্মিদের মুক্তি ও সেই সঙ্গে ওই ছিটমহলে ত্রাণ সরবরাহ বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেছেন, “রাফার প্রায় ১৫ লক্ষ মানুষের নিরাপত্তা নিয়ে ভাইস প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করবেন।” পাশাপাশি তিনি জানাবেন, “হামাসের লাগাতার সন্ত্রাসী হুমকির সামনে আত্মরক্ষার অধিকার রয়েছে” ইসরাইলের।

গ্যান্টজ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, তিনি হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি ওয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেটিক সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

যুদ্ধবিরতির আহ্বান জানাতে হ্যারিস রবিবার তাঁর ভাষণকে ব্যবহার করেছেন। গাজা ভূখণ্ডে যুদ্ধ স্থগিত করতে বাইডেন প্রশাসনের এখনও পর্যন্ত জোরালো আবেদনগুলির মধ্যে এটি অন্যতম।

অ্যালাবামার সেলমাতে এক নাগরিক অধিকারের বর্ষপূর্তির জমায়েতে বিপুল করতালির মধ্যে হ্যারিস বলেন, “গাজায় ব্যাপক পরিমাণ যন্ত্রণা-ভোগান্তির প্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন।”

তিনি আরও বলেন, “পরিস্থিতি অমানবিক এবং আমাদের সাধারণ মানবিকতা হস্তক্ষেপ করতে আমাদের বাধ্য করছে। ত্রাণের সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি করতে ইসরাইল সরকারকে আরও সক্রিয় হতে হবে। কোনও অজুহাত নয়।”

'বারুদের স্তুপ'

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক সোমবার বলেন, বৃহত্তর যুদ্ধ এড়াতে সম্ভাব্য সবকিছু করা “অত্যাবশ্যক।” লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনী ও হেজবুল্লাহ জঙ্গিদের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষের কথা তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ জেনেভাতে বলেছে, “আমি গভীরভাবে উদ্বিগ্ন যে এই বারুদের স্তুপে যে কোনও স্ফুলিঙ্গ বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য ও এর বাইরে প্রতিটি দেশ এর আঁচ পাবে।”

ইসরাইলের সঙ্গে প্রায় পাঁচ মাসব্যাপী যুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা করতে হামাসের এক প্রতিনিধিদল রবিবার কায়রোতে এসেছিল।

তবে ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, এখনও জীবিত জিম্মিদের নামের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছিল ইসরাইল, কিন্তু হামাস সেই দাবি প্রত্যাখ্যান করেছে, তাই ইসরাইলি মধ্যস্থতাকারীরা এই বৈঠক বয়কট করেছেন।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG