অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনঃ রাশিয়ার ১৮টি ড্রোন ভূপাতিত এবং রুশ টহল জাহাজে আঘাত


ইউক্রেনের জরুরি সেবা সংস্থার এক সদস্য ওডেসার একটি স্থাপনায় রুশ ড্রোন হামলার পর সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। (৫ মার্চ, ২০২৪)
ইউক্রেনের জরুরি সেবা সংস্থার এক সদস্য ওডেসার একটি স্থাপনায় রুশ ড্রোন হামলার পর সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। (৫ মার্চ, ২০২৪)

ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, রাশিয়া রাতভর ড্রোন হামলা চালানোর সময় ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৮টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া, ক্রাইমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের নৌ-ড্রোন একটি রুশ সামরিক টহল জাহাজে আঘাত হানতে সমর্থ হয়।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনী জানিয়েছে, রুশ জাহাজটির নাম সের্গেই কোতভ। তারা বলছে, ইউক্রেনীয় নৌ-ড্রোন কের্চ প্রণালীর কাছে জাহাজটিতে আঘাত হানতে সমর্থ হয় এবং এই হামলায় জাহাজের “স্টার্ন, স্টারবোর্ড ও পোর্ট সাইড” ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরে হামলা চালাচ্ছে। এটাই এ ধরনের হামলার সর্বশেষ ঘটনা।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর হামলায় মোট ২২টি ড্রোন ব্যবহার করেছে, যার মধ্যে ১৮টিকে ওডেসার আকাশে প্রতিহত করা হয়।

ওডেসার প্রাদেশিক গভর্নর ওলেহ কাইপার জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি।

কাইপার টেলিগ্রামে জানান, রুশ হামলায় একটি বিনোদনকেন্দ্র ও বাড়িসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার তার রাত্রিকালীন বক্তব্যে জানান, ইউক্রেনীয় কর্মকর্তারা জানেন রাশিয়ার “পরবর্তী পরিকল্পনা কি” এবং ইউক্রেন “পাল্টা জবাব দেবে”।

তিনি শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ফল নিয়ে আলোচনার সময় এই বক্তব্য দেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স, এপি ও এএফপি থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG