অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার তিনটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন ভূপাতিত


২০২৪ সালের ১০ মার্চ ডনেটস্ক অঞ্চলের প্রসিকিউটর কার্যলয় কর্তৃক তোলা এই ছবিটি ডনেটস্ক অঞ্চলের মিরনোহরাদে একটি ক্ষেপণাস্ত্র হামলার পর একজন যুদ্ধাপরাধ প্রসিকিউটরকে দেখা যাচ্ছে।
২০২৪ সালের ১০ মার্চ ডনেটস্ক অঞ্চলের প্রসিকিউটর কার্যলয় কর্তৃক তোলা এই ছবিটি ডনেটস্ক অঞ্চলের মিরনোহরাদে একটি ক্ষেপণাস্ত্র হামলার পর একজন যুদ্ধাপরাধ প্রসিকিউটরকে দেখা যাচ্ছে।

সোমবার রাশিয়ার সেনাবাহিনী বলেছে, তারা রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের একাধিক ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্রায়ানস্ক অঞ্চলে চারটি ড্রোন, ওরিওল অঞ্চলে দুটি এবং বেলগোরোদ এলাকায় ইউক্রেনের আরেকটি ড্রোন ধ্বংস করেছে।

সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ডনেটস্ক, সুমি, ডিনিপ্রোপেত্রোভস্ক এবং খারকিভ অঞ্চলে রাশিয়ার বিমান হামলার সতর্কতা জারি করেছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দুই বছর পর রাশিয়ার সাথে আলোচনার ‘সাহস’ থাকা উচিত বলে পোপ ফ্রান্সিসের সাম্প্রতিক মন্তব্যের পরোক্ষ সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।

রবিবার রাতের ভিডিও ভাষণে জেলেন্সকি ইউক্রেনের যেসব ধর্মীয় নেতা ‘জীবন ও মানবতা’ রক্ষা করছেন এবং ‘প্রার্থনা, আলোচনা ও কাজ’এর মাধ্যমে সমর্থন প্রদর্শন করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপের মন্তব্যের সমালোচনা করে বলেছেন, “আমাদের পতাকার রং হলুদ ও নীল। এই সেই পতাকা যার জন্য আমরা বেঁচে থাকি, নিহত হই এবং বিজয়ী হই।” তিনি বলেন, আমরা কখনোই আত্মসমর্পণ না করার শপথ নিয়েছি।

তিনি ‘শান্তির জন্য অবিরাম প্রার্থনা’ করার জন্য পোপকে ধন্যবাদ জানান এবং বলেন, কিয়েভ আশা করে এই ধর্মযাজক ইউক্রেন সফর করবেন।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তিও ব্রুনি সমালোচনার জবাবে বলেছেন, পোপ সরাসরি ইউক্রেনীয় আত্মসমর্পণের পরিবর্তে ‘সহিংসতা বন্ধ (এবং) আলোচনার সাহসের মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স, এপি এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG