অ্যাকসেসিবিলিটি লিংক

হাইতির প্রধানমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন


একটি হ্যান্ডআউট ভিডিও থেকে এক্স-এর মাধ্যমে প্রাপ্ত এই ছবিতে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি একটি অজ্ঞাত স্থান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন । (১১ মার্চ, ২০২৪)
একটি হ্যান্ডআউট ভিডিও থেকে এক্স-এর মাধ্যমে প্রাপ্ত এই ছবিতে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি একটি অজ্ঞাত স্থান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন । (১১ মার্চ, ২০২৪)

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। নতুন নির্বাচনের আগ পর্যন্ত সহিংসতা কবলিত দেশটির শাসন একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাবার পরপরই তিনি তার এই পদ থেকে সরে দাঁড়াবেন।

আঞ্চলিক সংস্থা ক্যারিবিয়ান কমিউনিটি বা ক্যারিকমের নেতারা হাইতির সংকট নিয়ে আলোচনার জন্য বৈঠকে, গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী সোমবার রাতে জ্যামাইকার রাজধানী কিংস্টনে এই ঘোষণা দেন। ক্যারিকমের বর্তমান প্রধানের দ্বায়িত্ব পালন করছেন এখন আলী।

ক্যারিকম এক বিবৃতিতে বলেছে, অন্তর্বর্তী পরিষদটি সাত সদস্যের সমন্বয়ে গঠিত হবে। হাইতির বিভিন্ন রাজনৈতিক জোটের ছয়জন এবং একজন বেসরকারী খাতের প্রতিনিধি এই কাউন্সিলের প্রতিনিধিত্ব করবে। নাগরিক সমাজের দু'জন ভোটবিহীন সদস্যও এর অন্তর্ভূক্ত থাকবেন। ট্রানজিশনাল কাউন্সিল নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করবে।

বিবৃতিতে তারা বলে, "হাইতির অধিবাসীরা এমন একটি দেশ চায় যেখানে শিশুরা নিরাপদে স্কুলে যেতে পারবে, তাদের বাবা-মা নিশ্চিন্ত থাকবে। আমরা হাইতিকে গণতন্ত্র, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে সকল অংশীদারদের ইচ্ছা এবং সাহসের প্রশংসা জানাই।”

হেনরি, বিভিন্ন সহিংসতায় হাইতিতে জাতিসংঘের বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সমর্থন পেতে দক্ষিণ আমেরিকান দেশ গায়ানা এবং পূর্ব আফ্রিকান দেশ কেনিয়ার উদ্দেশ্যে এক মিশনে প্রায় এক সপ্তাহ আগে হাইতি ত্যাগ করেছিলেন। এরপর হাইতির অভ্যন্তরে ডোমিনিকান রিপাবলিকে তার বিমানটিকে আর ঢুকতে দেয়া হয়নি। অনিয়ন্ত্রিত এই সহিংস দলগুলো তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ন্যাশনাল পেনিটেনশিয়ারি এবং রাজধানী পোর্ট-অ-প্রিন্সের একটি কারাগারে আক্রমণ করে, বেশ কয়েকজনকে হত্যা করে। তারা হাজার হাজার বন্দীকেও শহরের বাইরে পালানোর সুযোগ করে দেয়। এমনকি হাইতির প্রধান বিমানবন্দরেও হামলা চালায় দলগুলো।

হামলাকারী দলগুলোর জোটের নেতা জিমি “বারবিকিউ” চেরিজিয়ার হেনরিকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, তারা তাকে কখনই হাইতিতে ফিরতে দেবে না।

হাইতির সরকার দেশটিতে জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, হেনরিকে পুয়ের্তো রিকোতে থাকার অনুমতি দেওয়া হবে।

রয়টার্স, এএফপি থেকে এই প্রতিবেদনের কিছু তথ্য নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG