অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে সেনা প্রত্যাহারের বিশৃঙ্খলায় হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর


উদ্ধারকৃত সোহেল আহমাদি নামের শিশুটি ট্যাক্সি ড্রাইভার হামিদ সাফি'র বাড়িতে বোতলে দুধ পান করছে, ৭ই জানুয়ারী, ২০২২, ছবি/আলী খারা/রয়টার্স
উদ্ধারকৃত সোহেল আহমাদি নামের শিশুটি ট্যাক্সি ড্রাইভার হামিদ সাফি'র বাড়িতে বোতলে দুধ পান করছে, ৭ই জানুয়ারী, ২০২২, ছবি/আলী খারা/রয়টার্স

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিশৃঙ্খলার মধ্যে মরিয়া হয়ে, বিমানবন্দরের বেষ্টনীর ফাঁক দিয়ে যুক্তরাষ্ট্রের এক সৈনিকের হাতে হস্তান্তর করা একটি শিশুকে খুঁজে পাওয়া গিয়েছে। শনিবার শিশুটিকে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির নাম সোহেইল আহমাদি। আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের সময় যখন হাজার হাজার মানুষ দেশটি ছেড়ে পালাতে চেষ্টা করছিলেন, তখন ১৯ আগস্ট শিশুটি হারিয়ে যায়। সেই সময় শিশুটির বয়স ছিল মাত্র ২ মাস।

নভেম্বরে রয়টার্স শিশুটির ছবিসহ একটি এক্সক্লুসিভ সংবাদ প্রকাশ করার পর, শিশুটিকে কাবুলে খুঁজে পাওয়া যায়। বিমানবন্দরে শিশুটিকে খুঁজে পেয়ে, হামিদ সাফি নামের ২৯ বছর বয়ষ্ক এক ট্যাক্সিচালক, তাকে নিজ সন্তান হিসেবে মানুষ করার জন্য নিজের বাসায় নিয়ে গিয়েছিলেন।

সাত সপ্তাহেরও বেশি সময় ধরে আলোচনা ও অনুরোধের পর এবং শেষ পর্যন্ত তালিবান পুলিশ কর্তৃক স্বল্প সময় আটক রাখার পর সাফি শিশুটিকে এখনও কাবুলে বসবাসকারী শিশুটির দাদা ও অন্যান্য আত্মীয়র কাছে হস্তান্তর করেন। তারা জানান যে তাদের এখন চেষ্টা থাকবে, শিশুটিকে তার মা-বাবা ও ভাই-বোনদের কাছে ফেরত পাঠানো, যাদের কিনা কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হয়েছিল।

তাড়াহুড়ো করে সবাইকে সরিয়ে নেয়ার চেষ্টা এবং ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময়, অনেক মা-বাবাই নিজেদের সন্তান থেকে আলাদা হয়ে পড়েন। এই ঘটনাটি তাদের দুর্দশার বিষয়টিই তুলে নিয়ে এসেছে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কোন দূতাবাস না থাকায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো অতিরিক্ত কাজের চাপে থাকায়, এই ধরণের জটিল পুনর্মিলনের সম্ভাব্য সময়, বা সম্ভাবনা সম্পর্কে উত্তর পেতে আফগান শরণার্থীদের বেগ পেতে হয়েছে।

শনিবার মন্তব্যের অনুরোধে করা হলে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক,পররাষ্ট্র মন্ত্রক এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রক কোন সাড়া দেয়নি।

[[রয়টার্স]]

XS
SM
MD
LG