দীর্ঘদিনের দুই প্রতিপক্ষ আর্মেনিয়া এবং আজারবাইজান, তাদের বিতর্কিত সীমান্ত জুড়ে নতুন করে শত্রুতা উসকে দেওয়ার জন্য, বুধবার একে অপরকে অভিযুক্ত করেছে।
অন্যদিকে, আজারবাইজানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, আর্মেনীয়ার বাহিনী বিচ্ছিন্নতাবাদী নাগোর্নো-কারাবাখ অঞ্চলের কাছে আজারবাইজানের কালবাজার এবং লাচিন জেলায় তাদের অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে।
আর্মেনিয়া জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া লড়াইয়ে তাদের কমপক্ষে ৪৯ জন সৈন্য নিহত হয়েছে; আর আজারবাইজান বলেছে যে, তারা তাদের ৫০ জন সৈন্য হারিয়েছে।
সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত এই দুই দেশ, নাগর্নো-কারাবাখ নিয়ে গত কয়েক দশক ধরে যুদ্ধ করছে। অঞ্চলটি আজারবাইজানের অংশ, তবে আর্মেনিয়া সমর্থিত জাতিগোষ্ঠীগত আর্মেনীয় বাহিনী ১৯৯৪ সালে সেখানে একটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ শেষ হওয়ার পর থেকে অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে।
২০২০ সালে ছয় সপ্তাহের একটি যুদ্ধে, আজারবাইজান নাগর্নো-কারাবাখের বিস্তীর্ণ অংশ পুনরুদ্ধার করে। পরে, রাশিয়ার মধ্যস্থতায় এক শান্তি চুক্তির মাধ্যমে ওই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
[এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে]।