রুশ সরকারের কড়া সমালোচকদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু

রুশ অভিনেতা আর্তুর স্মোলিয়ানিনভ-কে ২০০৯ সালের ১৯ জুন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাচ্ছে । ফাইল ছবি।

সোমবার রুশ কর্তৃপক্ষ ইউক্রেন যুদ্ধের সমালোচক বিখ্যাত এক অভিনেতা এবং রাশিয়ার বিরোধীদের সমর্থনকারী একজন মানবহিতৈষীর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের ঘোষণা দিয়েছে। এক মাসব্যাপী ভিন্নমতের বিরুদ্ধে অভিযানের তালিকায় এটি সর্বশেষ ঘটনা।

রাশিয়ার তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, তাদের প্রধান আলেকজান্ডার ব্যাস্টিকিন রাশিয়ার চলচ্চিত্র ও থিয়েটার অভিনেতা আর্তুর স্মোলিয়ানিনভের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চালু করার নির্দেশ দিয়েছে। আর্তুর রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর বারংবার যুদ্ধবিরোধী বক্তব্য রেখে দেশ ছেড়ে গিয়েছিলেন।

গত সপ্তাহে স্মোলিয়ানিনভের দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকার ক্রেমলিন সমর্থকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। অভিনেতা নোভায়া গেজেটা ইউরোপকে বলেছেন, যদি তাকে যুদ্ধে লড়াই করতে হয় তাহলে তিনি “ইউক্রেনের পক্ষে” লড়াই করবেন। তিনি বলেন, “আমার কাছে,আমি আমার সেই ভাইদের পক্ষে যারা আমার অন্য ভাইদের দ্বারা আক্রান্ত হয়েছে। ”

যুদ্ধের কারণে দেশ ছেড়ে যাওয়া রুশদের সম্পর্কে ক্রমবর্ধমান কঠোর বক্তব্যের প্রেক্ষিতে স্মোলিয়ানিনভের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

আইনপ্রণেতারা, যারা বিদেশ চলে গেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বা যারা রুশ কোম্পানির জন্য অফিসে না এসে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের ওপর আরোপিত কর বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। অন্যরা তাদেরকে “বিশ্বাসঘাতক” বলে নিন্দা জানিয়েছেন।

পৃথকভাবে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক বিশিষ্ট সমাজসেবী বরিস জিমিনকে জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছে। সোমবার কর্মকর্তারা এ কথা জানান। জিমিন বেশ কয়েকটি রুশ নিরপেক্ষ মিডিয়া আউটলেটের পাশাপাশি কারাবন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনির প্রকল্পে অর্থায়ন করেছেন।

জিমিন ২০১৫ সালে রাশিয়া ছেড়ে গিয়েছিলেন বলে জানা গেছে। সেপ্টেম্বরে তাকে রাশিয়ার “বিদেশী এজেন্ট”-এর রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করা হয়েছে।