রাশিয়ায় আটকাবস্থা থেকে এক আমেরিকানকে মুক্তি দেওয়া হয়েছে

রাশিয়ার রাজধানী মস্কোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে জাতীয় পতাকা দেখা যাচ্ছে, ১১ মে ২০২১। (ফাইল ফটো)

রাশিয়ায় প্রায় একবছর আটক থাকার পর আমেরিকার এক নাগরিককে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে।

৩৫ বছর বয়সী টেলর ডাডলি গত বছরের এপ্রিলে পোল্যান্ড থেকে সীমান্ত পেরিয়ে মস্কোর নিকটবর্তী কালিনিনগ্রাড-এ প্রবেশ করলে তাকে আটক করা হয়।

তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান এর বাসিন্দা। সিএনএন জানিয়েছে যে, তার আটকের ঘটনাটি ব্যাপকভাবে প্রচার করা হয়নি কারণ তার পরিবার চেয়েছিল যে তার মুক্তির জন্য আলোচনাগুলো গোপন থাকুক।

তিনি পোল্যান্ডে একটি মিউজিক ফেস্টিভ্যাল-এ অংশগ্রহণ করছিলেন। তবে তিনি কেন সীমান্ত পেরিয়ে রাশিয়ায় প্রবেশ করেন, সে বিষয়টি পরিষ্কার নয়।

আপাতদৃষ্টিতে মনে হয় যে, ডাডলির পরিবর্তে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টা কাউকে মুক্তি দিয়ে কোন বন্দি বিনিময় করা হয়নি।

ডাডলির মুক্তির আলোচনাগুলোতে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সাবেক গভর্নর বিল রিচার্ডসন নেতৃত্ব দেন।