অধিকৃত পশ্চিম তীরে শনিবার এক অভিযানের সময়ে ইসরাইলের সৈন্যরা দুই ফিলিস্তিনি লোককে গুলি করে হত্যা করেছে। প্রায় দুই সপ্তাহ আগেকার পৃথক এক অভিযানের সময়ে আহত তৃতীয় আরেক ফিলিস্তিনি ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে, ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
সামরিক বাহিনী জানিয়েছে যে, জাবা গ্রামে চলমান এক গাড়ি থেকে বন্দুকধারীরা সৈন্যদের উপর গুলি চালালে সৈন্যরাও গুলি চালানো আরম্ভ করে। তারা বলে যে, সৈন্যরা পরবর্তীতে ঐ গাড়ি থেকে একটি এম-১৬ রাইফেল জব্দ করেছে।
এই রক্তপাতের ঘটনাটি এই বছর ইসরাইলিদের সাথে লড়াইয়ে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১-তে উন্নীত করেছে। ঐ এলাকায় ২০২২ সাল থেকে আরম্ভ হওয়া মারাত্মক লড়াইয়ের অবসানের কোন আভাস নতুন বছরেও দেখা যাচ্ছে না।
নিহত ব্যক্তিদেরকে ২৪ বছর বয়সী এজেদিন হামামরাহ ও ২৩ বছর বয়সী আমজাদ খেলেলেয়াহ বলে সনাক্ত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক। পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন শহরের দক্ষিণে অবস্থিত একটি গ্রাম হল জাবা। প্রায় এক বছরের সহিংসতায় জেনিন শহরে সবচেয়ে প্রবল লড়াইগুলোর কয়েকটি সংঘটিত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে যে, ১৯ বছর বয়সী সামের আল-জাবারি তার আঘাতগুলোর কারণে মৃত্যুবরণ করেছেন। জানুয়ারির ২ তারিখে জেনিনের পশ্চিমে সংঘটিত লড়াইয়ে তিনি আহত হয়েছিলেন।
সেপ্টেম্বরে এক বন্দুকযুদ্ধের সময়ে দুই ফিলিস্তিনি ইসরাইলের এক সৈন্যকে হত্যা করেছিলেন। ঐ দুই ফিলিস্তিনির বাসা গুঁড়িয়ে দিতে একটি গ্রামে ইসরাইলের সৈন্যরা হামলা চালালে আল-জাবারি আহত হন। ঐ দিন ইসরাইলের বাহিনীর সাথে সংঘর্ষে এক বন্দুকধারী সহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।