ইউক্রেনে ১৪টি ট্যাংক এবং ভারি অস্ত্র পাঠাবে ব্রিটেন, জানালেন প্রধানমন্ত্রী সুনাক

নিপ্রো শহরে একটি বহুতল ভবনে রুশ রকেট আঘাত হানার পর ধ্বংসস্তুপ সরাচ্ছেন জরুরি কর্মীরা, ১৪ জানুয়ারি ২০২৩।

মূলত ট্যাংক সহ ভারী অস্ত্রের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির অনুরোধগুলোতে শনিবার দিনের শেষদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছেন। তার দফতর জানিয়েছে যে ব্রিটেন কামান সহায়তা ছাড়াও ইউক্রেনকে ১৪টি ট্যাংক পাঠাবে।

প্রধানমন্ত্রীর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “ইউক্রেনের মানুষজন যখন লাগাতার রুশ বোমাবর্ষণের মধ্যে তাদের দ্বিতীয় বছরটির দিকে এগিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রী এটি নিশ্চিত করতে নিবেদিত যে ইউক্রেন যেন এই যুদ্ধে জয়লাভ করে।”

রাশিয়ার দূতাবাস তাদের নিজস্ব বিবৃতিতে বলে, “এমন সম্ভাবনা কম যে [ট্যাংকগুলো] ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে যুদ্ধক্ষেত্রে মোড় ঘোরাতে সহায়তা করবে”।

শনিবার এর আগে, ইউক্রেনের শহরগুলোতে আরেক দফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

জেলেন্সকি তার সান্ধ্যকালীন ভিডিও বক্তব্যে বলেন, “কিয়েভ, খারকিভ, ওডেসা, ক্রিভি রিহ, নিপ্রো, ভিনিতসিয়া, লেডিঝিন, বুর্শটিন, লেভিভ অঞ্চল, খেমেলিন্তস্কি ও অন্যান্য শহর সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু ছিল। সবখানেই বেসামরিক স্থাপনা রয়েছে।”

দক্ষিণাঞ্চলের নিপ্রো শহরে অন্তত ১৪ জন নিহত হয়েছেন ও ৬৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও ছিল। সেখানে এক রুশ ক্ষেপণাস্ত্র হামলা একটি নয়তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট ভবনের একটি অংশ ধ্বংস করে দিয়েছে বলে আঞ্চলিক গভর্নর ভ্যালেনটিন রেজনিশেঙ্কো জানান। লেভিভ, ইভানো-ফ্র্যাঙ্কিভস্ক, ও ওডেসা অঞ্চল সহ খারকিভ ও কিয়েভে অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন জুড়ে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো রাশিয়ার একটি অপরিবর্তিত কৌশল হয়ে রয়েছে। জেনেভা কনভেনশন অনুযায়ী গুরুত্বপূর্ণ গণ-অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো একটি যুদ্ধাপরাধ।

জেলেন্সকি বলেন যে নিপ্রোতে নিহতের সংখ্যা ‍বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।