একই দিনে পাকিস্তানে বাস দুর্ঘটনা ও নৌকাডুবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলার বেলা এলাকায় একটি বাস দুর্ঘটনার পর পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ সংগ্রহ করে। (২৯ জানুয়ারি, ২০২৩)

পাকিস্তানের বেলুচিস্তানের লাসবেলা জেলায় কোয়েটা থেকে করাচিগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছেন।

লাসবেলার সহকারী কমিশনার হামজা আনজুমক পাকিস্তানের ডন সংবাদপত্রকে বলেন, “দ্রুতগতির কারণে, লাসবেলার কাছে, কোচটি ইউ-টার্ন নেওয়ার সময় একটি সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। পরে গাড়িটি খাদে পড়ে গেলে আগুন ধরে যায়।“

এদিকে, বিভিন্ন কর্তৃপক্ষ জানিয়েছে যে রবিবারেই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের তান্ডা বাঁধ হ্রদে নৌকাডুবিতে ১০ শিশুর মৃত্যু হয়েছে।

ডন পত্রিকার খবরে বলা হয়েছে, ১৭ শিশু ও একজন শিক্ষককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শিশুরা সবাই একটি মাদ্রাসার (ধর্মীয় বিদ্যালয়) ছাত্র ছিল।