পারমাণবিক স্থাপনায় অঘোষিত পরিবর্তনের বিষয়ে আইএইএ-এর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরান

ইরানি কর্মীরা তেহরানের প্রায় ১২০০ কিলোমিটার (৭৪৬ মাইল) দক্ষিণে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে। ২৬ অক্টোবর,২০১০। ফাইল ছবি।

ইরানের আণবিক শক্তি সংস্থা বুধবার জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার একটি প্রতিবেদনকে খারিজ করে দিয়েছে। তারা বলেছে, ইরান তার ফোরডো প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সরঞ্জামে একটি অঘোষিত পরিবর্তন এনেছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলেছে, তাদের পরিদর্শকরা সেন্ট্রিফিউজের দুটি ক্লাস্টারের আন্তঃসংযোগে একটি পরিবর্তন খুঁজে পেয়েছে। ইরান এজেন্সিকে যা জানিয়েছিলে এটি তার থেকে যথেষ্ট ভিন্ন।

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেছেন, পরিবর্তনটি পারমাণবিক অপ্রসারণ চুক্তির অধীনে “ইরানের বাধ্যবাধকতার সাথে অসঙ্গতিপূর্ণ” এবং ফোর্ডো স্থাপনায় “কার্যকর সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন” করার আইএইএ-এর ক্ষমতাকে খর্ব করে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দির উদ্ধৃতি দিয়ে বলেছে, আইএইএ প্রতিবেদনটি আইএইএ-এর একজন পরিদর্শকের ভুলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তিনি সমস্যাটিকে ভুলভাবে চিহ্নিত করেছিলেন। বিষয়টির সমাধান করা হয়েছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।