দ্বিধাবিভক্ত কংগ্রেস, জাতির উদ্দেশে ২য় স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দেবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাম্প ডেভিড থেকে সপ্তাহান্তে ওয়াশিংটনের হোয়াইট হাউজে ফিরে আসছেন। ৬ ফেব্রুয়ারি, ২০২৩।

হতাশাজনক ফলাফল হাতে নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন তার দ্বিতীয় স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের শুরু করতে যাচ্ছেন। ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ আমেরিকান মনে করেন, দুই বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালীন তিনি “তেমন কিছু করেননি” বা “কিছুই” করেননি।

বাইডেনের জন্য মঙ্গলবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে উপস্থিত হও্য়ার এবং জনগণকে এর অন্যথা বোঝানোর চেষ্টা করার এটিই সুযোগ।

হোয়াইট হাউজ বলছে, এমনকি শেষ মুহূর্তের পরিবর্তনেও বাইডেন অবশ্যই আমেরিকানরা সবসময় যে বিষয়টিকে তাদের প্রধান উদ্বেগের বিষয় বলে অভিহিত করে তার উল্লেখ করবেন- তাদের পকেটের অবস্থা অর্থাৎ অর্থনৈতিক অবস্থা। সাম্প্রতিক জরিপে ৪১ শতাংশ আমেরিকান বলেছেন, বাইডেন যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তখনকার সময় থেকে এখন তারা আর্থিকভাবে খারাপ অবস্থায় আছেন। ৪২ শতাংশ আমেরিকান বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণ করার সময়ও তারা আর্থিকভাবে একই রকমই ছিলেন।

ব্রুকিংস ইন্সটিটিউশনের যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কেন্দ্রের পরিচালক কন্সট্যাঞ্জে স্টেলজেনমুলার বলেন, যুক্তরাষ্ট্র এবং নেটো মিত্ররা কীভাবে তাদের সমর্থন অব্যাহত রাখতে ইচ্ছুক তা নির্ধারণ করার জন্য বাইডেনের একটি সুযোগ রয়েছে।

বন্দুক নীতি, অভিবাসন, স্বাস্থ্যসেবা, পুলিশ সংস্কার এবং আরও অনেক কিছু ভাষণে উল্লেখ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রুকিংস ইন্সটিটিউটের গভর্ন্যান্স বিশ্লেষক উইলিয়াম গ্যালস্টন বলেন, বাইডেনের বক্তব্য নীতিমালার চেয়ে বেশিকিছু।কংগ্রেসের যৌথ অধিবেশনের সামনে বাইডেনকে এমনভাবে বক্তব্য রাখতে হবে যাতে বোঝা যায় যে, তিনি হোয়াইট হাউজে আরেক দফা থাকতে চান।

বাইডেন বারবার বলেছেন, তিনি ২০২৪ সালে নির্বাচন করার পরিকল্পনা করছেন, তবে ৮০ বছর বয়সী বাইডেন আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেননি।