ক্যামেরুন কর্তৃপক্ষ বলছে, গত মাসে জনপ্রিয় সাংবাদিক মার্টিনেজ জোগোকে হত্যার ঘটনায় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং একজন সুপরিচিত মিডিয়া মুঘলসহ ২৭ জনকে আটক করা হয়েছে।
ক্যামেরুনের সাংবাদিকরা বলছেন, তারা ক্রমাগতভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন। দুই সপ্তাহের মধ্যে রাজধানীতে দুর্নীতির বিষয়ে প্রতিবেদন করা দুজন সাংবাদিকের মৃতদেহ পাওয়া যাওয়ার পর গণমাধ্যম পেশাজীবীরা বিচার এবং সুরক্ষার আহ্বান জানিয়েছেন।
রেডিও উপস্থাপক জোগোর বিকৃত মৃতদেহ তাকে অপহরণ করার পাচদিন পর ২২ জানুয়ারি ইয়াউন্দেতে পাওয়া যায়।২ ফেব্রুয়ারি ক্যাথলিক পুরোহিত এবং রেডিও উপস্থাপক জিন জ্যাক ওলা বেবেকেও রাজধানীতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
শুক্রবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, জোগোর হত্যাকাণ্ডের জন্য উর্ধ্বতন গোয়েন্দা পুলিশ কর্মকর্তাসহ ২০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।
সোমবার মিডিয়া মুঘল জিন-পিয়ের আমাউন্ড বেলিঙ্গার বাড়িতে পুলিশ তাকেসহ সাতজনকে আটক করেছে।
তারা বেলিঙ্গার নিরাপত্তা প্রধান , যিনি প্রেসিডেন্টের প্রাক্তন গার্ড কমান্ডার। তাকে এবং বেলিঙ্গার ভিশন ফোর টিভি চ্যানেলের প্রধানকেও আটক করে।
আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তার বা অভিযুক্ত করা হয়েছে কি না তা স্পষ্ট নয়।
দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ন্যায়বিচার প্রদানের জন্য ক্যামেরুনের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে।