তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে

তুরস্কের সাথে সীমান্ত ক্রসিংয়ে সিরিয়ার সারমাদায় ধসে পড়া বাড়িগুলির ধ্বংসাবশেষ পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। (রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩)

গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় সম্মিলিত মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৪০ হাজার ছাড়িয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার বলেন, গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কাহরামানমারাসের কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মোট ৩৫ হাজার ৪১৮ জন নিহত হয়েছে। তুরস্কের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

ভূমিকম্পের আট দিন পরে, উদ্ধারকর্মীরা মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে আরও জীবিতদের খুঁজে বের করতে শুরু করে।

১৮ বছর বয়সী মুহাম্মদ ক্যাফের সেটিন এবং তার ২১ বছর বয়সী ভাইকেও ভূমিকম্পের প্রায় ২০০ ঘন্টা পরে কাহরামানমারাসের একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়। আরেকটি অলৌকিক উদ্ধার ঘটনা ঘটে আন্টাকিয়া শহরে। সেখানে একজন শিক্ষককে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এত দিন পরে ধসে পড়া ভবনগুলির অবশিষ্টাংশে আরও লোককে জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে আসছে।

প্রেসিডেন্ট এরদোয়ান এই ভূমিকম্পকে "শতাব্দীর দুর্যোগ" বলে অভিহিত করেছেন। এই ভূমিকম্পে হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে এবং সমান সংখ্যক আবাস বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকজন বিল্ডিং ঠিকাদারকে গ্রেপ্তার করেছে । তাদের বিরুদ্ধে তুরস্কের বিল্ডিং কোড লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এদিকে জাতিসংঘের মানবিক সংস্থা ও সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবেশী সিরিয়ায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকায় কমপক্ষে ১৪০০ জন এবং সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে আরও ৪,৪০০ জন মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘের ১১ ট্রাকের একটি মানবিক সাহায্য বহর মঙ্গলবার তুরস্ক থেকে সদ্য খোলা বাব আল-সালাম সীমান্ত ক্রসিং দিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেছে। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম আসাদ একটি চুক্তির পর তুরস্ক থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণ পাঠানোর অনুমতি দিতে সম্মত হয়েছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সিরিয়ায় ভূমিকম্প মোকাবেলার জন্য ৩৯৭ মিলিয়ন ডলারের আবেদন করেছেন। তুরস্কের জন্যও একই ধরনের আবেদন করা হচ্ছে।

ভয়েস অফ আমেরিকা তুর্কি সার্ভিস এই প্রতিবেদন তৈরি করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এবং রয়টার্স থেকে কিছু তথ্য নেয়া হয়েছে।