তুরস্ক সফরকালে ব্লিংকেন নেটো সম্প্রসারণ এবং তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের ফাইটার জেট বিক্রির প্রতি সমর্থন জানালেন

আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান (বামে) এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ২০ ফেব্রুয়ারি, ২০২৩।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, বাইডেন প্রশাসন তুরস্কের কাছে এফ সিক্সটিন যুদ্ধবিমান বিক্রি সমর্থন করে। তিনি আস্থা ব্যক্ত করেছেন যে সুইডেন এবং ফিনল্যান্ড উভয়েই নেটো জোটে যোগ দেবে। তিনি সোমবার তুর্কি নেতাদের সাথে আলোচনার জন্য আঙ্কারা সফরে যান।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে ২ হাজার কোটি ডলারের এফ-সিক্সটিন বিক্রয় অনুমোদন করতে হবে। এর মধ্যে ৪০টি জেট এবং প্রায় ৮০টি আপডেটেড কিটের জন্য তুরস্কের অনুরোধ অন্তর্ভুক্ত রয়েছে।

ব্লিংকেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, তিনি প্রস্তাবিত বিক্রয় সম্পর্কে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সময়সীমা প্রদান করতে পারেননি, তবে তিনি এই চুক্তিতে বাইডেনের সমর্থন সম্পর্কে সক্রিয়ভাবে জানাচ্ছেন।

চাভুসোগলু বলেন, এফ- সিক্সটিন ইস্যুকে তুরস্কের সুইডেন এবং ফিনল্যান্ডের নেটোতে যোগদানের অনুমোদনের সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। তুরস্ক এবং হাঙ্গেরি একমাত্র নেটো সদস্য যারা সুইডেন এবং ফিনল্যান্ডকে নেটোতে যোগদানের অনুমোদন দেয়নি। নেটোতে কোনো রাষ্ট্রের যোগদানের অনুমোদন অবশ্যই সর্বসম্মত হতে হয়।

ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র “যত দ্রুত সম্ভব” সুইডেন এবং ফিনল্যান্ডের অন্তর্ভুক্তিকে সমর্থন করে।

নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ গত সপ্তাহে তুরস্ক সফরের সময় বলেন, তুরস্কের পক্ষ থেকে উভয় দেশকে নেটো সদস্য হিসেবে অনুমোদন দেয়ার “এখনই সময়।

সোমবার ব্লিংকেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথেও এক অধিবেশনে সাক্ষাৎ করেছেন। অধিবেশনটিতে সংবাদমাধ্যমের যোগ দেয়ার অনুমতি ছিল না।

৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে ৪৪ হাজার জনের বেশি মানুষ নিহত হয়। রবিবার ব্লিংকেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক এবং সিরিয়ার জন্য যুক্তরাষ্ট্রের ১০ কোটি ডলারের অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা করেছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।