সোমবার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে প্রধান সীমান্ত ক্রসিং তোরখামে সংক্ষিপ্ত সময়ের জন্য আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। হতাহতের বিষয়ে কিছু বলা হয়নি।
পাকিস্তানের কর্মকর্তারা এপিকে বলেছেন, আফগান তালিবান রবিবার সীমান্ত বন্ধ করে দিয়েছে। কারণ পাকিস্তান আফগান রোগী এবং তাদের তত্ত্বাবধায়কদের ভ্রমণের নথি ছাড়া পাকিস্তানে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেছে বলে অভিযোগ রয়েছে।
তালিবানের তোরখাম সীমান্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ সিদ্দিক আফগানদের তোরখাম সীমান্তে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। তিনি একটি টুইটে বলেছেন, পাকিস্তান তার “প্রতিশ্রুতি” পালন করেনি, তবে সেগুলো কী ছিল তা তিনি নির্দিষ্ট করে বলেননি।
স্থলবেষ্টিত দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তোরখাম একটি প্রধান ট্রানজিট পয়েন্ট। দেশ দুটির মধ্যে প্রায় ২৬ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে।
ইসলামাবাদ থেকে আয়াজ গুল এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।