'স্টার্ট' পারমাণবিক চুক্তিতে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করা হচ্ছেঃ পুতিন

২০১৭ সালের ৯ মে এই ফাইল ফটোতে একটি রুশ টপোল এম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার মস্কোতে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ চলাকালীন রেড স্কোয়ারে দেখা যাচ্ছে। ফাইল ছবি ।

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র-রাশিয়ার সর্বসাম্প্রতিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট (START) চুক্তিতে মস্কোর অংশগ্রহণ স্থগিত করছেন।

২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তিটি প্রতিটি দেশকে সর্বোচ্চ ১ হাজার ৫শ ৫০টি ওয়ারহেড স্থাপনের অনুমোদন দেয়ার মধ্যে সীমাবদ্ধ করে। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা।

রাশিয়ার ডুমা অর্থাৎ পার্লামেন্টে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় পুতিন বলেন, তিনি এখন চুক্তি থেকে নিজেদের পুরোপুরি প্রত্যাহার করছেন না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি তা করে তাহলে রাশিয়াকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করতে প্রস্তুত থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়ার ঘোষণাকে “গভীরভাবে দুর্ভাগ্যজনক এবং দায়িত্বহীন” বলে অভিহিত করেছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেকোনো সময় রাশিয়ার সাথে কৌশলগত অস্ত্রের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট রাশিয়ার প্রায় বছরব্যাপী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

ব্লিংকেন বলেন, উভয় দেশের নিরাপত্তার স্বার্থে তাদের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

ব্লিংকেন বলেন, “আমি মনে করি আমরা যে এই এলাকায় দায়িত্বের সাথে কাজ চালিয়ে যাচ্ছি সেটি গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, “এটি এমন একটি বিষয় যা বাকি বিশ্ব আমাদের কাছে আশা করে।”

নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ পুতিনকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, “আরও পারমাণবিক অস্ত্র এবং কম অস্ত্র নিয়ন্ত্রণ বিশ্বকে আরও বিপজ্জ্বনক করে তুলছে।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।