ইতালির কর্মকর্তারা জানিয়েছেন, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি কাঠের নৌকা তীরে পৌঁছানোর আগেই সমুদ্রে ভেঙে পড়ে। এতে একটি শিশুসহ, ৪৩ জন নিহত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৮০ জন প্রাণে বেঁচে গেছেন।
ক্রোটোন প্রদেশের সমুদ্র তীরবর্তী একটি রিসোর্টে রবিবার কিছু মরদেহ ভেসে আসে। কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে কমপক্ষে ১০০ জন আরোহী ছিলেন। ক্রোটোনের মেয়র ভিনসেঞ্জো ভোস বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা।”
পোপ ফ্রান্সিস রবিবার বলেন,“আমি নিখোঁজদের জন্য এবং বেঁচে যাওয়া অন্য অভিবাসীদের জন্য, তাদের প্রত্যেকের জন্য, প্রার্থনা করছি।”
ফ্রান্সিস আরও বলেন, তিনি উদ্ধারকারীদের জন্য এবং যারা অভিবাসীদের স্বাগত জানাবেন তাদের জন্যও প্রার্থনা করছেন।