ইউক্রেন সফরে রুশ প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক প্রেস সার্ভিস কর্তৃক প্রকাশিত ভিডিও চিত্র থেকে নেওয়া এই ছবিতে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনের একটি অজ্ঞাত স্থানে পরিদর্শনের সময় রুশ সৈন্যদের সাথে কথা বলছেন। ৪ মার্চ , ২০২৩।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শনিবার ইউক্রেনে অবস্থানরত রুশ সৈন্যদের সঙ্গে দেখা করেছেন। বার্তা বিষয়ক অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রক জানায়, সের্গেই শোইগু “দক্ষিণ দোনেৎস্কের দিকে, পূর্ব পাশের সামরিক অঞ্চলে মোতায়েন করা সেনাদের একটি অগ্রবর্তী চৌকি (ফরওয়ার্ড কমান্ড পোস্ট)পরিদর্শন করেছেন।“

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার খারাপ কর্মক্ষমতার জন্য সমালোচিত হয়েছেন শোইগু।শনিবার প্রকাশিত একটি ভিডিও চিত্রে, তাকে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের হাতে পদক তুলে দিতে দেখা গেছে।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক শনিবার জানিয়েছে, ইউক্রেনের ডনবাস অঞ্চলের শহর বাখমুত ও এর আশেপাশে “তীব্র লড়াই” চলছে। ইউক্রেন বলছে, শহরের অভ্যন্তরীণ কৌশলগত মূল্য খুব কম হলেও, বাখমুত বিজয় হবে আশেপাশের ডনবাস অঞ্চল দখলের একটি পদক্ষেপ, একটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। তবে, এই শহর দখল, যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারে।

টুইটারে ব্রিটিশ হালনাগাদ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, বাখমুত তিনদিক থেকে রুশ হামলার ঝুঁকিতে রয়েছে।তবে ইউক্রেন ঐ অঞ্চলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিটগুলো মোতায়েন করছে।ব্রিটিশ প্রতিবেদনে বলা হয়, বাখমুতের দুটি গুরুত্বপূর্ণ সেতু সম্প্রতি ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সেতু রয়েছে। এই সেতু, বাখমুত শহরকে চাসিভ ইয়ার শহরের সঙ্গে যুক্ত করে। এটি দুই শহরের মধ্যে সর্বশেষ ও প্রধান সরবরাহ রুট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার দৈনন্দিন ভাষণে বলেছেন, তিনি শুক্রবার বেশ কয়েকটি সংস্থার সাথে বৈঠক ও আলোচনা করেছেন।জেলেন্সকি বলেন, তার বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে রাশিয়াকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় আনা। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালত যাতে রাশিয়ার যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে সফল হয়, তা নিশ্চিত করতে আমরা সবকিছু করছি।”

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যার মোট পরিমাণ প্রায় ৪০ কোটি ডলার। এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া হাইমার্স এবং হাউইটজার সিস্টেমের জন্য আরো গোলাবারুদ; যে সিস্টেমগুলো ইউক্রেন নিজেকে রক্ষা করার জন্য কার্যকরভাবে ব্যবহার করছে। এ ছাড়াও রয়েছে ব্র্যাডলি ইনফ্যানট্রি ফাইটিং ভেহিক্যালের গোলাবারুদ, সাজোঁয়া যান দিয়ে নির্মানযোগ্য সেতু, বাধা অপসারণের যন্ত্রপাতি এবং আরো কিছু রক্ষণাবেক্ষন ও প্রশিক্ষ সংশ্লিষ্ট সহযোগিতা।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ১০০ কোটি ডলারের একটি কর্মসূচির আওতায় ইউক্রেনে হাজার হাজার গোলা সরবরাহের জন্য কাজ করছে।