আন্তর্জাতিক নারী দিবসের মূল সুর লিঙ্গ সমতা প্রতিষ্ঠা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ম্যারাথন দৌড়ে একটি মেয়ে বেলুন হাতে দৌড়াচ্ছে (হায়দ্রাবাদ, ভারত, ৬ মার্চ, ২০২৩)

বুধবার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। এ বছরের আয়োজনের মূল সুর হল লিঙ্গ সমতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার দিকে বিশেষ নজর দেওয়া।

১৯১১ সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে এবং এর মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা হয়। এই দিনে সারা বিশ্বের মানুষ সমাজের বিভিন্ন স্তরের নারীদের সাফল্য উদযাপন করে থাকে।

জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে ডিজিটাল জগতে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার দিকে বিশেষ নজর দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে নারীর প্রবেশাধিকারের ক্ষেত্রে ব্যবধান দূর করার চেষ্টা চালাচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, সারা বিশ্বে পুরুষ ইন্টারনেট ব্যবহারকারীর চেয়ে নারী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২৫ কোটি ৯০ লাখ কম। ইন্টারনেট সুবিধাবঞ্চিত ও নিরাপদে ইন্টারনেট ব্যবহারে সক্ষমতাবিহীন হওয়ার কারণে “তারা ডিজিটাল জগতের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা গড়ে তুলতে পারে না”।

হোয়াইট হাউজে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ওম্যান অব কারেজ অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ২০০৭ থেকে শুরু করে এ পর্যন্ত এ খেতাব ৮০টি দেশের ১৮০ জন নারীকে দেওয়া হয়েছে। এর মাধ্যমে “সারা বিশ্বের যে সব নারী শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা ও সমতার পক্ষে কাজ করে প্রায়ই ব্যক্তিগত ঝুঁকি ও ত্যাগ স্বীকার করেছেন এবং ব্যতিক্রমী সাহস, শক্তিমত্তা ও নেতৃত্ব দেখিয়েছেন”, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়।

এ বছরের আয়োজনে ১২ জনকে সম্মাননা জানানো হবে, যার মধ্যে ইরানের যেসব নারী ও মেয়ে সেপ্টেম্বরে পুলিশী হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর থেকে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন, তাদের জন্যেও একটি পুরষ্কার রয়েছে।