চীনের অভিযোগ:গোপন পুলিশ স্টেশন নিয়ে কানাডার দোষারোপ তার সুনাম ক্ষুন্ন করেছে

চীনের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রী মাও নিং এক সংবাদ সম্মেলনে কথা বলছেন (ফাইল ছবি)

চীন শুক্রবার অভিযোগ করেছে যে তাদের বিরুদ্ধে কানাডা কুইবেকে গোপনে দুটি বিদেশী পুলিশ স্টেশন পরিচালনা করার অভিযোগ এনে তারা চীনের সুনাম ক্ষুণ্ণ করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাও নিং দৈনিক অবহতিকরণের সময় বলেন, 'কানাডার উচিত বিষয়টিকে চাঞ্চল্যকর করে তোলা এবং প্রচার বন্ধ করা। চীনের ওপর আক্রমণ ও গালিমন্দ বন্ধ করা।

"চীন আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলছে এবং সব দেশের বিচারিক সার্বভৌমত্বকে সম্মান করে আসছে।

পুলিশ স্টেশনগুলির অস্তিত্ব বা সেগুলি চীনা সরকারী কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়েছিল কিনা সে সম্পর্কে মুখপাত্র কোনও মন্তব্য করেননি।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট চার্লস পোরিয়ের বৃহস্পতিবার বলেন, চীনা বংশোদ্ভূত কানাডিয়ানরা ঐ স্টেশনগুলোর কর্মকাণ্ডের শিকার হয়েছেন।

পোরিয়ের বলেন, প্রবাসী সম্প্রদায়কে কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি বা লক্ষ্যবস্তু করাকে কানাডা সহ্য করবে না।

আরসিএমপির ইন্টিগ্রেটেড ন্যাশনাল সিকিউরিটি টিম মন্ট্রিল এবং শহরের দক্ষিণে শহরতলি ব্রোসার্ডের সন্দেহভাজন পুলিশ স্টেশনগুলির তদন্ত শুরু করেছে।

স্প্যানিশ মানবাধিকার সংস্থা সেফগার্ড ডিফেন্ডারস বলছে, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে চীনের এ ধরনের অসংখ্য স্টেশন রয়েছে।

গত সেপ্টেম্বরে এক প্রতিবেদনে বলা হয়, স্টেশনগুলো 'হয়রানি, হুমকি, ভীতি প্রদর্শন এবং চীনে ফিরিয়ে নেয়ার জন্য তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে বাধ্য করার জন্য ব্যবহার করা হচ্ছিল।

চীনা পররাষ্ট্র মন্ত্রক এর আগে বিদেশে তাদের ষ্টেশনগুলিকে চীনা জনগণের জন্য সার্ভিস স্টেশন হিসাবে বর্ণনা করেছিল। যারা বিদেশে রয়েছেন তাদের চীনা ড্রাইভিং লাইসেন্স পুনঃনবায়নের মতো আমলাতান্ত্রিক কাজে সহায়তার প্রয়োজন। তবে এই জাতীয় নাগরিক পরিষেবাগুলি সাধারণত একটি দূতাবাস বা কনস্যুলেট দ্বারা সম্পাদিত হয়।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বৃহস্পতিবার বলেছেন, বিদেশি হস্তক্ষেপ জনিত উদ্বেগ থাকায় গত বছর হেমন্তকালে চীনের এক রাজনৈতিক কর্মীকে কূটনৈতিক ভিসা দিতে অস্বীকৃতি জানানো হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডায় চীনা পুলিশ স্টেশনের উপস্থিতি “আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।”