ইয়েমেনের বন্দী বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

রাজধানী সানাসহ ইয়েমেনের মানচত্রি

ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে প্রায় ৯০০ বন্দিকে মুক্ত করার লক্ষ্যে সম্পাদিত চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেন, “ইয়েমেনে যুদ্ধবিরতি চুক্তির ফলে সৃষ্ট ইতিবাচক পরিবেশের ওপর ভিত্তি করে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে গত ১১ মাস ধরে কার্যকরভাবে যুদ্ধ বন্ধ রয়েছে।” তিনি আরো বলেন, “এই চুক্তি চূড়ান্ত করতে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রান্ডবার্গ এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস যে কঠোর পরিশ্রম করেছে, সে জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই।“

সুইজারল্যান্ডে ১০ দিনের আলোচনার পর সোমবার এই সমঝোতা হয়।

হুথি প্রতিনিধিদলের প্রধান আবদুল কাদের আল-মুর্তজা জানিয়েছেন, চুক্তির আওতায়, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ৭০০ জনেরও বেশি হুথি বন্দিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ১৮০ জন বন্দিকে মুক্তি দেবে।

জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রান্ডবার্গ বলেন, মে মাসের মাঝামাঝি সময়ে আরও বন্দি মুক্তির বিষয়ে আলোচনার জন্য উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে। তবে, ২০১৪ সালের শেষের দিকে শুরু হওয়া সংঘাত নিরসনে আরো অনেক কাজ করতে হবে।

গ্রান্ডবার্গ বলেন, “আট বছর ধরে চলা সংঘাতের ফলে নারী ও পুরুষের ওপর যে ভয়াবহ প্রভাব পড়েছে তা থেকে পুনরুদ্ধারে , ইয়েমেনের সংঘাতের একটি সমন্বিত ও স্থায়ী অবসান প্রয়োজন।“

এপি, এএফপি এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য নেয়া হয়েছে।