যুদ্ধকালে সংহতি জানাতে জাপানের প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ইউক্রেনের বুচা শহরে একটি গণকবরের কাছে একটি গির্জা পরিদর্শন করেছেন; ২১ শে মার্চ, ২০২৩।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানানোর সময়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির প্রতি সমর্থন জানাতে তার সঙ্গে সাক্ষাৎ করতে কিয়েভ সফর করেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সফরকালে কিশিদা ইউক্রেনের জনগনের সাহস ও ধৈর্যের প্রতি সম্মান জানাবেন; যে জনতা প্রেসিডেন্ট জেলেন্সকির নেতৃত্বে তাদের মাতৃভূমি রক্ষায় রুখে দাঁড়িয়েছেন। তিনি, জাপানের প্রধান ও জি-৭ এর চেয়ারম্যান হিসেবে ইউক্রেনের প্রতি সংহতি ও অকুণ্ঠ সমর্থন প্রদর্শন করবেন।

পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে আরো বলা হয়, কিশিদা “আগ্রাসন ও বলপ্রয়োগের মাধ্যমে স্থিতাবস্থায় রাশিয়ার একতরফা পরিবর্তন” সম্পর্কে জাপানের প্রত্যাখানের কথা জানাবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেন আক্রমণ শুরু করার পর কিশিদা হলেন বিশ্ব নেতা, যিনি যুদ্ধকালে ইউক্রেন সফর করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সর্বসাম্প্রতিক সহায়তা প্যাকেজে ৩৫ কোটি ডলারের সরঞ্জাম এবং গোলাবারুদ সরবরাহ করছে।এসময়,ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা ইউক্রেনকে তাদের নিজস্ব গোলাবারুদ মজুদ ও সরবরাহের পরিকল্পনা চূড়ান্ত করেছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে এসেছে।