শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তানে ১৩ জন নিহত

পাকিস্তানের সোয়াত উপত্যকার সাইদু শরিফ শহরের একটি হাসপাতালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আনছেন উদ্ধারকর্মীরা। ২১ মার্চ, ২০২৩

আফগানিস্তান ও পাকিস্তানে মঙ্গলবার (২১ মার্চ) এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের উত্তর–পূর্বাঞ্চলে পার্বত্য হিন্দুকুশ এলাকার জুর্ন শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে।

ভূমিকম্পে উত্তর-পূর্ব আফগানিস্তানে অন্তত ৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। পাকিস্তানের কর্মকর্তারা জানান, দেশটির উত্তরাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অন্তত ৯ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন।

আক্রান্ত অঞ্চলের বহু বাড়ি ও ভবন ধ্বসে পড়েছে অথবা বড় ধরনের ক্ষতি হয়েছে। ভূমিকম্প পরবর্তী কম্পন গোটা দক্ষিণ এশিয়ায় অনুভূত হয়েছে। এমনকি, এর কেন্দ্রস্থল থেকে ২ হাজারেরও বেশি কিলোমিটার দূরে অবস্থিত ভারতের রাজধানী দিল্লিতেও এ কম্পন অনুভূত হয়।

এ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে বিবেচিত। মঙ্গলবারের ভূমিকম্পের প্রায় ১ বছর আগে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে ১ হাজারেরও বেশি মানুষ মারা যায়। ২০০৫ সালে ৭ দশমিক ৬ মাত্রার অপর একটি ভূমিকম্পে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে ৭৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়।