তারা যে ধরণের সরকার চায় তা সোমালিয়াতেও নাই, টঙ্গোতেও নাই, সাউথ সুদানেও নাইঃ হাছান মাহমুদ

Your browser doesn’t support HTML5

'ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট'-এর কারণে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নানা ভাবে বাধাগ্রস্ত হচ্ছে বিশেষ করে সরকার-বিরোধী পক্ষগুলোর তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে, ভিন্নমতালম্বীদের বিরুদ্ধে এই আইনের ব্যাপক অপব্যবহার করা হচ্ছে; সাংবাদিকদের পক্ষ থেকেও এই আইনের অপপ্রয়োগের মাধ্যমে মিডিয়ার কণ্ঠরোধের অভিযোগ বেশ পুরোনো। অনেক বুদ্ধিজীবী, অধিকারকর্মী দাবী করছেন, এই আইন দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, সেলফ সেন্সরশিপ প্রবল হয়ে উঠেছে। এছাড়া সম্প্রতি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী চিত্রপরিচালক ও সংবাদ মাধ্যম কর্মীরা ঔপনিবেশিক সেন্সর বোর্ড-এর মাধ্যমে সিনেমা সেন্সর ও নিষিদ্ধকরণ প্রথা সংস্কার করে উন্নত বিশ্বের মতো রেটিং পদ্ধতিতে সিনেমা মুক্তি দেয়ার নিয়ম চালু করার দাবী জানিয়েছেন। এছাড়া প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন, উপাত্ত সংরক্ষণ আইন, ওটিটি (OTT) নীতিমালাসহ সরকারের বেশকিছু পদক্ষেপ নিয়ে দেশে বিদেশে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা কিছুদিন আগে কথা বলেছিলাম বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার এই সাক্ষাৎকারে তিনি বিরোধী দলগুলোর নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচিনের দাবী, প্রেস ফ্রিডম ইনডেক্স-এ বাংলাদেশের অবস্থান, বঙ্গবন্ধু'র বায়োপিকসহ আরও কিছু বিষয় নিয়েও বিস্তারিত কথা বলেন।
ভয়েস অফ আমেরিকা বাংলার পক্ষ থেকে সাক্ষাৎকারটি নিয়েছেন শতরূপা বড়ুয়া।