কামালা হ্যারিস নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ১০০ কোটি ডলারের তহবিল ঘোষণা করেছেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালঅ হ্যারিস ঘানার কেপ কোস্টে ক্রপ কোস্ট স্লেভ দুর্গ পরিদর্শন করার পরে বক্তব্য রাখছেন।

বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ঘানা সফর শেষে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করা কর্মসূচির জন্য সরকারি এবং বেসরকারি অর্থায়নে ১০০ কোটি ডলার প্রদানের ঘোষণা করেছেন।

তার কার্যালয় জানিয়েছে এই অর্থায়ন ডিজিটাল পরিষেবাগুলোর সেবা সম্প্রসারণ, চাকরির প্রশিক্ষণ এবং উদ্যোক্তাদেরকে সহায়তার কাজে ব্যয় করা হবে।

হ্যারিস তার সপ্তাহব্যাপী আফ্রিকা সফরের পরবর্তী ধাপে তানজানিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে বুধবার ঘানার রাজধানী আক্রাতে নারী উদ্যোক্তাদের একটি গোলটেবিল বৈঠক করেন।

মঙ্গলবার হ্যারিস যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার মধ্যকার অংশীদারিত্বের নতুন যুগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নারীর ক্ষমতায়ন, ডিজিটাল অর্থনীতির বিকাশ এবং গণতন্ত্রকে সমর্থন করার ওপর জোর দিয়ে ৮ হাজার তরুণ ঘানাবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন। তারা আক্রায় তার বক্তব্য শোনার জন্য দুপুরের প্রচন্ড রোদে জড়ো হয়েছিল।

হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ঘানার ১৯৫৭ সালের স্বাধীনতার স্মরণে বানানো ভাষ্কর্য ব্ল্যাক স্টার গেটের খিলানের নীচের মঞ্চে বক্তব্য দেন।

হ্যারিস বলেন, “আমরা সবাই আছি কারণ আমাদের জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।” “আমাদের একটি পরস্পর সংশ্লিষ্ট রয়েছে, যার মধ্যে কিছু বেদনাদায়ক এবং কিছু গর্ব করার মতো। এর পুরোটাকেই আমাদের স্বীকৃতি দিতে হবে, শেখাতে হবে এবং ভুলে যাওয়া যাবে না।”

তানজানিয়া সফরের পরে হ্যারিস জামবিয়ায় থামবেন এবং তার পর তাঁর এই সফর সমাপ্ত হবে।