ভাইস প্রেসিডেন্ট হ্যারিস আফ্রিকা সফরের সময় গণতন্ত্রের ওপর জোর দিয়েছেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ঘানার আক্রায় অর্থনৈতিক ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি এবং নেতৃত্ব নিয়ে আলোচনা করার জন্য নারী উদ্যোক্তাদের একটি গোলটেবিল বৈঠক পরিচালনা করেন। ২৯ মার্চ, ২০২৩।

আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকের প্রাক্কালে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বুধবার বলেন, ক্ষমতায় আরও বেশি নারীর উপস্থিতি সুস্থ গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান।

হোয়াইট হাউজ ওয়াশিংটনে গণতন্ত্রের জন্য দ্বিতীয়বারের মতো শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রাক্কালে তার এই বৈঠক সম্পন্ন হয়।

হ্যারিস বলেন, একটি প্রাণবন্ত গণতন্ত্রে নারীদের ক্ষমতাসীন হওয়া একটি সাধারণ ঘটনা হওয়া উচিত, একটি বিরল এবং খবরের বিষয় হওয়া উচিত নয়, যেমনটি তার বেলায় হয়েছিল।

বৃহস্পতিবার তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের সাথে সাক্ষাত করার জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে বুধবার তিনি ঘানার রাজধানীতে নারী উদ্যোক্তা এবং নেতাদের সাথে কথা বলেছেন এবং আফ্রিকায় নারীদের অর্থনৈতিক অংশগ্রহণকে এগিয়ে নিতে বেসরকারি খাতের নেতৃত্বে ১০০ কোটি ডলারের বেশি তহবিল প্রদানের কথা ঘোষণা করেছেন।

পরবর্তীতে ভয়েস অফ আমেরিকার এক প্রশ্নের জবাবে হ্যারিস বলেন, নারী নেতৃত্ব একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য এবং এটি এমন একটি বিষয় যা তিনি প্রায়ই উচ্চ পর্যায়ের বৈঠকে উত্থাপন করেন।

জাম্বিয়াতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতিষ্ঠিত কার্টার সেন্টার এই সপ্তাহে একটি শীর্ষ সম্মেলন সম্পর্কিত অনুষ্ঠানের আয়োজন করবে। ডেভিড ক্যারল সেখানে গণতন্ত্র কর্মসূচির পরিচালক। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ।

তিনি ভয়েস অফ আমেরিকাকে জুম-এ বলেন, “ বলিষ্ঠ গণতন্ত্র হলো সেগুলো যেগুলো অন্তর্ভুক্তিমূলক।”

ক্যারল আরও বলেন, “সমস্যাটির আরেকটি কেন্দ্রীয় উপাদান হলো মূল অধিকারের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।তাদেরকে যতটা সম্ভব অন্তর্ভুক্ত করা দরকার। তাদের সেই বিস্তৃত সম্মান নিশ্চিত করতে হবে, তবে তাদের জনগণের জন্যও তা দিতে হবে।”