প্রতিবেশি পোল্যান্ড সফরে জেলেন্সকি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ওয়ারশতে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে করমর্দন করছেন। ৫ এপ্রিল ২০২৩

নতুন অগ্রগতিঃ

.ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় “বড় ভূমিকা” রাখতে পারে। চীনের রাজধানী বেইজিং সফরকালে তিনি এ কথা বলেন

.আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রক্ষার “জরুরি প্রয়োজনের” কথা পুনর্ব্যক্ত করেছেন। কালিনিনগ্রাদে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি একথা বলেন।

.রাশিয়ার ব্যাংক ভিটিবি ২০২২ সালে ৭৭ কোটি ডলার ক্ষতির কথা জানিয়েছে। ব্যাংক কর্মকর্তারা এর জন্য ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করার পর রাশিয়ার আর্থিক খাতকে লক্ষ্য করে পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন।

.ইউক্রেনের শস্য আমদানির প্রভাব নিয়ে পোলিশ কৃষকদের ক্ষোভের মধ্যেই পোল্যান্ডের কৃষিমন্ত্রী হেনরিক কোভালজিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার (৫ এপ্রিল) প্রতিবেশী পোল্যান্ড সফর করেছেন। সেখানে ওই দেশের নেতাদের পাশাপাশি সাধারণ জনগণ ও ইউক্রেনীয় শরণার্থীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পরে অনেক ইউক্রেনীয় পোল্যান্ডে পালিয়ে গিয়ে আশ্রয় নেন।

পোল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইকির সঙ্গে জেলেন্সকির আলোচনায় সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

পোল্যান্ড ইউক্রেনের প্রধান মিত্র। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, ১৫ লাখ ইউক্রেনীয় শরণার্থী পোল্যান্ডে অস্থায়ী সুরক্ষার জন্য নিবন্ধন করেছে।

পোল্যান্ড অন্য ইউক্রেনীয় অংশীদারদের সামরিক ও মানবিক সহায়তা পাঠানোর একটি প্রধান কেন্দ্র হিসেবেও কাজ করছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া।