· ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক শনিবার টুইটারে এক পোস্টে বলেছে, চলতি শীতে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাকে “মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত” করার রাশিয়ার অভিযান সম্ভবত ব্যর্থ হয়েছে। তবে, মার্চের শুরু থেকে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার ওপর বড় আকারের রুশ হামলাও হ্রাস পেয়েছে।ব্রিটিশ মন্ত্রকের মতে, রাশিয়া ছোট ছোট হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলা চালানো হয় ইউক্রেনের জ্বালানি সরবরাহকে ক্ষতিগ্রস্থ করার পরিকল্পনার অংশ হিসেবে; তবে, এগুলো "খুব বেশি প্রভাব" ফেলেনি।
· দাতব্য সংস্থা সেভ ইউক্রেন জানিয়েছে, খেরসন ও খারকিভ অঞ্চল থেকে রুশদের দ্বারা অপহৃত ৩১ শিশু কয়েক মাস ধরে তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন থাকার পর ইউক্রেনে ফিরে এসেছে। ইউক্রেনের শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।
·যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার বলেছেন, ক্রেমলিনের সঙ্গে বেইজিংয়ের আপাত বন্ধুত্ব থাকা সত্ত্বেও চীন রাশিয়াকে বস্তুগত সহায়তা দিচ্ছে, এমন কোনো প্রমাণ নেই
, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গের্শকোভিচের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছেন রুশ তদন্তকারীরা।
. রাশিয়ার আইনপ্রণেতারা সন্ত্রাসবাদ ও নাশকতার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য বর্তমান ১৫ বছরের পরিবর্তে ২০ বছর পর্যন্ত কঠোর শাস্তির প্রস্তাব করেছেন। রাশয়ার সংজ্ঞা মতে, " সন্ত্রাসী কর্মকাণ্ড" হলো এমন একটি কাজ, যা জীবন বিপন্ন করে এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত কাজ।
· ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার জানিয়েছেন, রুশ বাহিনী পূর্বাঞ্চলীয় শহর বাখমুত "সম্পূর্ণ নিয়ন্ত্রণ" নেয়ার চেষ্টা শুরু করলে, সেখানে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, নতুন কিছু গোপন নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। নথিগুলোতে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট, ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও চীন সম্পর্কিত গোপন বিষয়ের বিশদ বিবরণ রয়েছে।
যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন যে, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া যুক্তরাষ্ট্রের গোপন সামরিক নথি ফাঁসের পেছনে সম্ভবত রুশ অথবা রুশপন্থী কোন গোষ্ঠীর হাত রয়েছে। নথিগুলোতে মাসখানেক আগের যুদ্ধ প্রেক্ষাপট তুলে ধরে, হাঠাৎ পরিস্থিতি বদলের কথা উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরো বলেন, রুশ বাহিনীর হতাহতের সংখ্যা কম করে উল্লেখ করা হয়েছে। তারা আরো বলেন যে তাদের মূল্যায়ন অনানুষ্ঠানিক এবং নথি ফাাঁসের ঘটনা তদন্তের থেকে আলাদা।নথিগুলোতে ইউক্রেন যুদ্ধে নিহত-সংখ্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমানকে বাড়িয়ে দেখানো হয়েছে।
ইউক্রেনের নেতারা শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডের সদর দফতরে বৈঠকে বসেন। রাশিয়ার আক্রমনের রিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্র ও নেটোর সহায়তা সংশ্লিষ্ট ফাঁস হওয়া নথি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক হয়। নথিগুলোতে এ বিষয়ে বিশদ বিবরণ ছিলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৈঠকে উপস্থিত ছিলেন; তবে নথি ফাঁসের বিষয়ে তিনি কিছু বলেননি।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।