বন্দী সেনাকে শিরোশ্ছেদের অভিযোগের নিন্দা করেছেন ইউক্রেনীয় নেতারা

ফাইল ছবি- বন্দি বিনিময়ের পর ইউক্রেনের সৈন্যদের দেখা যাচ্ছে , ইউক্রেনের এক অজ্ঞাত স্থানে ফেব্রুয়ারি ৪, ২০২৩ .

ইউক্রেনের এক সেনার শিরোশ্ছেদের ভিডিও দেখার পর দেশটির নেতারা বুধবার (১২ এপ্রিল) রাশিয়ার নিন্দা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, একজন ইউনিফর্ম পরা ব্যক্তি অপর এক ব্যক্তির শিরোশ্ছেদ করছেন, যার পোশাকে ইউক্রেনীয় সেনাদের ব্যবহৃত একটি চিহ্ন রয়েছে।

সংবাদ সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

বুধবার প্রকাশিত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, “এমন একটি বিষয় রয়েছে যা পৃথিবীর কেউ অবজ্ঞা করতে পারবেন না: (তা হলো) কত সহজে এই পশুরা (অন্যদের) হত্যা করে”।

জেলেন্সকি দাবি করেন, ভিডিওতে “একজন ইউক্রেনীয় বন্দীকে হত্যা করার” ঘটনা দেখানো হয়েছে এবং “সবার (এ ব্যাপারে) প্রতিক্রিয়া দেখানো উচিত”।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, ভিডিওটি ভয়াবহ এবং এর সত্যতা যাচাই করা দরকার।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্র কুলেবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব আবারও রাশিয়ার কাছে আসার বিষয়টি নিয়ে নতুন করে সমালোচনায় মুখর হয়েছেন। তিনি বলেছেন, রাশিয়াকে “ইউক্রেন ও জাতিসংঘ থেকে লাথি দিয়ে বের করে দেওয়া এবং তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য করা উচিত”।

জেলেন্সকি মঙ্গলবারের রাত্রিকালীন বক্তব্যে যুদ্ধের এ পর্যায়ে এসে মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হতে বা গা ঢিলে না দিতে ইউক্রেনের জনগণ ও মিত্রদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা ইউক্রেনের জনগণকে রক্ষা করতে আমাদের অংশীদার এবং সমগ্র ইউরোপের সঙ্গে মিলে অনেক কিছু করতে এবং মানুষকে সুরক্ষা দিতে পেরেছি। কিন্তু তার মানে এই না যে, এখন আমাদের ঘাসের ওপর শুয়ে থাকার সময়ে এসেছে। সামনে আমাদের আরও যাত্রাপথ, আমাদের আরও কার্যক্রম রয়েছে। এটা এমন কিছু, যার জন্য আগের চেয়ে কম নয় বরং বেশি সংহতি ও মনোযোগ প্রয়োজন”।

এ প্রতিবেদনের কিছু অংশ এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।